Virat Kohli and KL Rahul. (Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images)
আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সেই ম্যাচ জিততে পারলেই সেমিপাইনালের টিকিট পাকা হয়ে যাবে ভারতীয় দলের। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে জয়ের রাস্তায় ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছে ইংল্যান্ডও। শেষ ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে ইংল্যান্ডের সেমিফাইনালে পৌঁছনোর স্বপ্নটা কার্যত ভেঙে গিয়েছে বলা যেতেই পারে। এবার সেই ইংল্যান্ডই নামতে চলেছে ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচেও সকলের নজর রয়েছে বিরাট কোহলির দিকে। ব্রিটিশদের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটেও ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স কিন্তু খুব একটা খারাপ নয়।
এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্স যদি তিনি ধরে রাখেন তবে যে ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাট কোহলির তেকে একটা বড় রানের আসায় সকলে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল বিরাট কোহলির। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। সেই পারফরম্যান্স তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ থেকেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। ইতিমধ্যে একটি সেঞ্চুরীও করা হয়ে গিয়েছে তাঁর। সেই পারফরম্যান্সটাই তাঁর ব্যাট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখার প্রত্যাশায় রয়েছেন সকলে। সেইসঙ্গে ওডিআই ফর্ম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সও রয়েছেন বিরাট কোহলির। সেই পারফরম্যান্স যে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি আর ভাল করার চেষ্টা করবেন তা বলাই বাহুল্য। সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৫টি ওডিআই ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। সেখানেই ১৩৪০ রানও রয়েছে বিরাট কোহলির। একইসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩টি সেঞ্চুরীও করে পেলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এই বিশ্বকাপের মঞ্চে যে ফর্মে তিনি রয়েছেন, সেই পারফরম্যান্স বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে বজায় রাখলেও যে ভারতীয় দলের সহজ জয়ই আসতে চলেছে তা বলাই বাহুল্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই-তে বিরাট কোহলির পারফরম্যান্স
ম্যাচ – ৩৫
রান – ১৩৪০
সেঞ্চুরী – ৩
গড় – ৪৩.২২
শেষ ম্যাচেও বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের ইনিংস দেখা গিয়েছে। এবার লখনউতে প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল। সেখানে ইংল্যান্ড যে কটিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে ভারতীয় দলের সামনে তাও বেশ স্পষ্ট। ভারত এই ম্যাচ জিতে ছয়ে ছয় করতে পারে কিনা সেটাই দেখার।
The post বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির দিকেই নজর সকলের appeared first on CricTracker Bengali.










