Ishan Kishan. (Photo Source: BCCI)
ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি ঈশান কিষান। প্রথম দুই ম্যাচে শুভমন গিলের অনুপস্থিতিতে দলের প্রথম একাদশে জায়গা হয়েছিল তরুণ ক্রিকেটারের। কিন্তু শুভমন গিল ফেরার পর থেকে আর ভারতের প্রথম একাদশে স্থান হয়নি তাঁর। দেশের প্রয়োজনে সবকিছুই মেনে নিতে প্রস্তুত তিনি। কিন্তু সুযোগ না পাওয়ায় যে একেবারে খারাপ লাগে নি তা বলতে দ্বিধা করছেন না এই তরুণ ক্রিকেটার। স্কোয়াডে থাকলেও দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়াটা খানিকটা হলেও দুঃখ দিয়েছে ঈশান কিষাণকে।
বিশ্বকাপের আগে এশিয়া কাপের মঞ্চে ভাতীয় দলের সদস্য ছিলেন ঈশান কিষাণ। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এই তরুণ ক্রিকেটার। এরপর বিশ্বকাপের স্কোয়াডেও ঈশান কিষাণকে রাখা হয়েছিল। যদিও সেভাবে প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। সেই কারণটাই খানিকটা হলেও দুঃখ দেয় এই তরুণ ক্রিকেটারকে। তাদের দলের পারফরম্যান্সে অবশ্যউ খুশি হয়েছেন ঈশান কিষাণ। কিন্তু সুয়োগ না পাওয়ার দুঃখটাও রয়েছে তাঁর মধ্যে।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছিলেন ঈশান কিষাণ
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছেন ঈশান কিষাণ। সেখানেও অবশ্য খুব একটা বড় রানের ইনিংস খেলতে পারেননি ঈশান কিষাণ। শুভমন গিলের অনুুপস্থিতিতেই ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুই ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। সেখানে অবশ্য মাত্র ৪৭ রানই করতে পেরেছিলেন দুই ম্যাচে। যারমধ্যে একটি ম্যাচে অবশ্য রানের খাতাই খুলতে পারেননি তিনি। যদিও শুভমন গিল ভারতীয় দলে ফেরার পরই ঈশান কিষাণকে আর প্রথম একাদশে দেখা যায়নি। অবশেষে সেই দুঃখের কথা নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।
এই প্রসঙ্গে জিও সিনেমায় ঈশান কিষাণ জানিয়েছেন, “আমার মনে হয় সবকিছুই হল ক্ষুধা। সেখানেই এই ওডিআই বিশ্বকাপের মঞ্চে আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি। সেখানে অবশ্য আমি সুযোগ পাইনি। আমারও সেখানে বেশ খানিকটা খারাপ লেগেছিল। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে কেউ যখন কোনওরকম সুযোগ পাননি, সেই জায়গায় তাঁকে অত্যন্ত স্বত্ঃস্ফূর্ত থাকতে হবে। সেইসঙ্গে শুধু অপেক্ষা করে থাকতে হবে সঠিক সময় আসার জন্য। যখন সেই সুযোগ আসবে তা কাজে লাগাতেই হবে”।
The post “বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় খানিকটা হলেও দুঃখ পেয়েছি”- ঈশান কিষাণ appeared first on CricTracker Bengali.










