বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনালে চাঁদের হাট

নভে. 19, 2023

Spread the love

Shahrukh Khan attebnd INDvsAUS Final. ( Photo Source: Twitter )

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া মেগা ফাইনাল। সেই ম্যাচ ঘিরেই আহমেদাবাদে চাঁদের হাট। শাহরুখ খান, আশা ভোঁশলে থেকে দীপিকা পাড়ুকোনদের মতো উপস্থিতি যে এদিন ফাইনালের উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচেই সেষপর্যন্ত জয়ের হাসি কোন দলের অধিনায়কের  মুখে ফোটে সেটা তো সময়ই বলবে। তবে এদিন ফাইনাল ঘিরে যে কার্যত চাঁদের হাট বসেছে তা বলার অপেক্ষা রাখে না। বলিউডের তারকাদের উপস্থিতি এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। স্টেডিয়ামেপ এক লক্ষ দর্শকের সঙ্গে তারাও প্রস্তুত ছিলেন গলা ফাটাতে।

২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার কাছেই হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছিল ভারতীয় দলের। মাঝে কেটে গিয়েছে ২০টা বছর। সফের একবার বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াই।  সেই ম্।াচ ঘিরে যে উন্মাদনা তুঙ্গে থাকবে তা বলর অপেক্ষা রাখে না। এমন মুহূর্তের স্বাক্ষী হওয়ার সুযোগ ছাড়তে পারেননি বলিউডের তাবড় তাবড় তারকারাও। আমন্ত্রিত ছিলেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁশলে।  এছাড়াও এদিন আহমেদাবাদের স্টেডিয়ামের উপস্থিত ছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, আয়ুস্মান খুরানাদের মতো বলিউড তারকারা।

প্রথম ইনিংসে মাত্র ২৪০ রানেই শেষ হয়ে গিয়েছে ভারতের প্রথম ইনিংস

এককথায় ফাইনালের মঞ্চে যে এদিন গ্যালারীতে বসেছিল চাঁদের হাট তা বলার অপেক্ষা রাখে না। এদিন টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক রোহিত শর্মাদের প্রথম ব্যাটিং করার সুযোগ করে দিয়েছিলেন।  শুরুটা রোহিত শর্মারা ভালভাবে করতে পারলেও,  তিনি ৪৭ রানে ফেরার পরই ভারতীয় দল চাপে পড়ে গিয়েছিল। তাড়াতাড়িই সাজঘরে ফিরে গিয়ে্ছিলেন  শ্রেয়স আইয়ার ও শুভমন গিলও। সেই জায়গা থেকেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি।

Celebration 🔥🔥🔥🔥🔥#SRK𓃵 #INDvsAUSfinal #CWC2023Final pic.twitter.com/k1Q0uhwzEA

— Priya Chakraborty, প্রিয়া চক্রবর্তী (@SRKsRouter1) November 19, 2023

ভারতীয় দলের রানটা তিনি ভালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেনও। কিন্তু শেষরক্ষা করতে পারেননি বিরাট কোহলিও। ৫৪ রানে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকেও। লোকেশ রাহুলও ৬৬ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই থেকেই ভারতীয় ব্যাটিং লাইনআপের সমস্যার আর কোনও সমাধান ছিল না কারোর কাছে। এরপর আর কোনও ব্যাটারই সেভাবে রান করতে পারেননি। ২৪০ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের ব্যাটিং ইনিংস।

ভারতীয় বোলাররাও শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন এদিন। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকে।

The post বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনালে চাঁদের হাট appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador