Rohit Sharma. ( Image Source: Jio Cinema )
আর কিছুক্ষণ পরই বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেখানেই রোহিত শর্মাকে নিয়ে আশার সুর শোনাযাচ্ছে প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের গলায়। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচের মতে বিশ্বকাপের মঞ্চে অধিনায়কের দায়িত্বই রোহিত শর্মার সেরা পারফরম্যান্সটা বের করে নিয়ে আসবে। ঘরের মাঠে বরাবরই সাফল্য পেয়েছেন রোহিত শর্মা। সম্প্রতি ফর্মেও ফিরেছেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ভাল পারফরম্যান্স করবেন বলে মনে করছেন সঞ্জয় বাঙ্গার।
এবারের এশিয়া কাপ থেকেই ফর্মে ফিরেছেন রোহিত শর্মা। ঘরের মাঠে কয়েকদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে নামার আগে রোহিত শর্মার সেই পারফরম্যান্সই যে প্রত্যাশা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠ হোক কিংবা বিদেশের মাঠ। হিটম্যানকে বরাবরই বড় শট খেলতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেও রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
গতবারের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরী করেছিলেন রোহিত শর্মা
এবারের এশিয়া কাপে অর্ধশতরানের হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। প্রতিটি ম্যাচেই কার্যত বারতীয় দলের হয়ে রান পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শুধুমাত্র তাই নয় কয়েকদিন আগে ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। শেষ ওডিআই ম্যাচে নেমেছিলেন তিনি। সেখানও রোহিত শর্মার ব্যাটে বড় রানের ঝলক দেখা গিয়েছিল। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ থেকেই হিটম্যান শো দেখা যায় কিনা তা তো সময়ই বলবে। কিন্তু সঞ্জয় বাঙ্গার তাঁকে নিয়ে আশাবাদী।
এই প্রসঙ্গে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “তাঁর ওডিআই রেকর্ড সবসময়ই অসাধারণ। বিশ্বকাপের মঞ্চে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা। বিশেষ করে এই নেতৃত্বের বাড়তি দায়িত্ব তাঁকে আরও ভাল ব্যাটার হয়ে উঠতে সাহায্য করেছে। তাঁর কারণ ব্যাটিংয়ে ক্রমশই ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। সেই কারণেই রোহিত শর্মার বিরুদ্ধে মিচেল স্টার্কের বাঁ হাতের সুইং নিয়ে খুব একটা বেশী ভাবছি না আমি”।
গতবারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই পাঁচটি সেঞ্চুরী এসেছিল রোহিত শর্মার ব্যাট থেকে। এবারের বিশ্বকাপেও সেই জায়গা থেকেই রোহিত শর্মা শুরু করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post বিশ্বকাপে রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার appeared first on CricTracker Bengali.










