Pakistan Team. ( Image Source: PCB/Twitter )
বিশ্বকাপ শুরু হতে আর দু সপ্তাহও বাকি নেই। শেষ মুহর্তের প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি দল। কিন্তু সেই বিস্বরকাপে নামার আগেই কর্যত তোলপাড় পাকিস্তান ক্রিকেট। ইতিমধ্যেই পাকি্স্তানের ভারতে আসার ভিসা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সেইসঙ্গে এবার পাকিস্তানের ক্রিকেটাররা স্পনসর লোগো নিয়ে মাঠে নামতে নারাজ। কার্যত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেই ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। শোনাযাচ্ছে আসন্ন বিশ্বকাপের মঞ্চে কোনওরকম স্পনসরের লোগো ছাড়াই মাঠে নামতে চান বাবর আজমরা। আর তাতেই যে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে তীব্র আর্থিকল সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। আর সেই প্রভাব যে পাক ক্রিকেটের ওপরও পড়েছে তা বলাই বাহুল্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সেন্ট্রাল চুক্তি নিয়েই ক্রিকেটারদের সঙ্গে সংঘাত দেখা দিয়েছে। আর সেই সমস্যার জেরেই এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে যে এক অচলাবস্থা দেখা দিয়েছে তা বেশ স্পষ্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। আদামী ২৭ সেপ্টেম্বরই ভারতে পৌঁছনোর কথা রয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। কিন্তু এখনও পর্যন্ত নাকি তাদের ভিসা সমস্যার সমাধান হয়নি্।
৬ অক্টোবর বিশ্বকাপে প্রথম ম্যাচে নামবে পাকিস্তান
তার মাঝেই ক্রিকেটারদের নতুন করে বিদ্রোহ। শোনাযাচ্ছে বিশ্বকাপের মঞ্চে স্পনসরের লোগো জার্সিতে না রেখেই নামার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই সিদ্ধান্ত যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও বেশ বেকায়দায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয় বোর্ডের থেকে নাকি এখনও পর্যন্ত বকেয়া টাকাও পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। শোনাযাচ্ছে শেষ চার মাসে নাকি বোর্ডের থেকে কোনওরকম ম্যাচ ফি পর্যন্ত পাননি বাবর আজমরা। বিশ্বকাপের আগে সেই সমস্ত ঘটনা নিয়েই পাক ক্রিকেটের অন্দরমহলের পরিস্থিতিত ক্রমশই জটিল হয়ে উঠছে।
শোনাযাাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা নাকি বোর্ডের থেকে আইসিসি ও স্পনসরের তরফে পাওয়া টাকার প্রায় ১০ শতাংশ দাবী করেছেন এবার। এছাড়াও ক্রিকেটারদের আরও নাকি বেশ কয়েকটা অভিযোগ রয়েছে। সেন্ট্রাল চুক্তি অনুয়ায়ী পাকিস্তান ক্রিকেটারদের নাকি প্রতি মাসে পাকিস্তানী মুদ্রায় ৪.৫ মিলিয়ন টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকাও পুরো পাননি তারা। ট্যাক্স কেটে নেওয়ার ফলে পাকিস্তানী মুদ্রায়প্রায় ২.৩ মিলিয়ন টাকা কম পেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতেই কার্যত ক্ষোভে ফুসছেন পাক ক্রিকেটাররা।
পাকিস্তানের ক্রিকেটারদের মতে তারা বিশ্বকাপের মঞ্চে বিনা মূল্যেও খেলতে প্রস্তুত। কিন্তু স্পনসরের লোগো পরে তাদের প্রোমশন করতে একেবারেই নারাজ তারা। আর এই ঘটনার জেরেই এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে টাল মাটাল পরিস্থিতি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটের অন্দরে টালমাটাল পরিস্থিতি, স্পনসর বয়কটের পথে ক্রিকেটাররা appeared first on CricTracker Bengali.