Shakib Al Hasan. ( Image Source: Disney+Hotstar )
বিশ্বকাপ চলার মাঝপথেই দেশে ফিরে লেন বাংলাদেশের তারকা অধিনায়ক সাকিব অল হাসান। ওডিআই বিশ্বকাপ চলার মাঝে হঠাত্ই সাকিব অল হাসানের ফিরে আসা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। বিশ্বকাপ চলাকালীন কেন সাকিব অল হাসান দেশে ফিরে এসেছেন তা নিয়ে প্রশন ওটাটাই অবশ্য স্বাভাবিক। তবে বড়সড় কোনও কারণ। বিশ্বকাপের মঞ্চে নিজের পারফরম্যান্সের মান বাড়ানোর জন্যই দেশে ফিরে এসেছেন সাকিব অল হাসান। আপাতত তিন দিন নিজের মেন্টরের সঙ্গেই সময় কাটাতে চান এই তারকা ক্রিকেটার।
সম্প্রতি বিশ্বকাপে একেবারেই ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না বাংলাদেশ। এমনকী ভাল পারফরম্যান্সও দেখাতে পারছেন না সাকিব অল হাসান। আর তাতেই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। সাকিব সলঅল হাসানের কাঁধেই এবার বাংলাদেশের নেতৃত্বের ভারও রয়েছে। কিনে্তু এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ। তকবে সাকিব অস হাসান সেভৈবে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ ম্যাচেও মাত্র এক রানেই সাজঘরে ফিরেছিলেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সাকিব অল হাসান
এবার ইডেন গার্ডেন্সে নামবে বাংলাদেশ। আগানমী ২৮ অক্টোবর ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে বাংলাদেশ শিবির। বিশ্বকাপের সেমিফাইনালের পথে এগোনোর সম্ভাবনা জিইয়ে রাখতে হলে যে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তার আগেই নিজের মনোবল ও মানসিক শক্তি বৃদ্ধি ক,রতে মেন্টরের সরণাপন্ন হয়েোছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসান। ঢাকায় ফিরে আপাতত মেন্টর নাজবুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানেই নিজডের প্রস্তুতি চালাচ্ছেন সাকিব অল হাসান।
শেষ ম্যাচে চোট সারিয়ে বাংলাদেশ শিবিরে ফিরেছিলেন তিনি। সেখানে মাহমুদুল্লাহ ভাল পারফরম্যান্স দেখালেও বাকি আর কোনও ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। সাকিব অল হাসানও ব্যাট এবং বোলিং উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। ঘুরে দাঁড়াতে সেই কারণে মেন্টরের সাহা্য্য নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শোনাযাচ্ছে ঢাকায় তিনদিনের প্রস্তুতি সেরে কলকাতাতেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব অল হাসান।
২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছেন সাকিব অল হাসান। যদিও সেখানে নিজের সেরা পারফরম্যান্স তিনি দিতে পারবেন কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
The post বিশ্বকাপের মাঝেই দেশে ফিরে এলেন সাকিব অল হাসান appeared first on CricTracker Bengali.










