Srilanka Beat India. ( Image Source: Twitter )
কথাবার্তা চললেও শেষপর্যন্ত দলের তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গাকে ছাড়াই বিস্বকাপের স্কোয়াড গোষণা করে দিল শ্রীলঙ্কা। কয়েকদিব ধরেই একটা হাল্কা গু়্জন শুরু হয়েছিল। সেখানেই শোনাযাচ্ছিল যে বিষশ্বকাপের স্কোয়াডে নাকি ফিরতে পারেন ওয়ানিন্দু হাসারঙ্গা। কিন্তু শেষরক্ষা হল না। নির্ধারিত সময়ের দুজিন আগেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছি শ্রীলঙ্কা শিবির। সেখানে ওয়ানিন্দু হাসারঙ্গা এবং দুশমন্থ চামিরাকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৭ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নামতে চলেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
চোট সারিয়ে এখনও পরক্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কার এই দুই তারকা ক্রিকেটার। এশিয়া কাপের দল বিশ্বকাপেও তাদের ছাড়াই নামতে হবে শ্রীলঙ্কা ব্রিগেডকে। এবারের এসিয়া কাপের মঞ্চে ফাইনালে পৌঁছেছিল শ্রীলঙ্কা। গোটা প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স দেখালেও শেষপর্যন্ত জিততে পারেনি তারা। ফাইনালের ম়্চে ভারতের কাছে বিশ্রী ভাবেই হারতে হয়েছিল শ্রীলঙ্কা শিবিরকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার শ্রীলঙ্কা ব্রিগেড ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের লঙ্কা প্রিমি্য়ার লিগ খেলার সময়ই চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা। আর সেই থেকেই শ্রীলঙ্কা শিবিরে অস্বস্তির আবহ দেখা দিয়েছিল। তাঁকে ছাড়া এশিয়া কােপের মঞ্চে নেমে যে শ্রীলঙ্কা শিবির কতটা সমস্যা পড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এবার বিশ্বকাপের মঞ্চেও সেই ওয়ানিন্দু হাসারঙ্গাকে থাড়াই নামতে চলেছে শ্রীলঙ্কা শিবির। সেইসঙ্গে দুশমন্থ চামিরার না থাকাটাও যে শ্রীলঙ্কা শিবিরকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে এখন নানান হিসাব নিকাশ।
এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন দুনিথ ওয়েল্লালাগে। এই বিশ্বকাপের মঞ্চেও যে দুনিথ ওয়েল্লালাগে শ্রীলঙ্কা শিবিরের কাছে অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। ভারতের মাটিতে সেই দুনিথ ওয়েল্লালাগে কতটা সফল হতে পারে সেটা তো সময়ই বলবে।
ওডিআই বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
দাসুন শনাকা
কুশল মেন্ডিস
পাথুম নিসাঙ্কা
কুশল পেরেরা
দ্বিমুখথ করুণারত্নে
চরিথ আসালঙ্কা
ধনঞ্জয় ডিসিলভা
সাদিরা সামারাবিক্রমা
দুনিথ ওয়েল্লালাগে
কসুন রজিথা
মথিসা পাথিরানা
মহিস থিকসানা
লাহিরু কুমারা
দিলশানা মদুশঙ্কা
দুশন হেমন্থ
ট্রাভেল রিজার্ভ – চামিকা করুণারত্নে
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানেই প্রথম ম্যাচে ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে শ্রীলঙ্কা।
The post বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার, চোটের জন্য ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা, দুশমন্থ চামিরা appeared first on CricTracker Bengali.