India Wear Black Armband. ( Image Source: Disney+Hotstar )
বিশ্বকাপ চলার মাঝেই ভারতীয় ক্রিকেটের নক্ষত্র পতন হয়েছে। দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হয়েছেন ভারত তথা বিশ্বের কিংবদন্তী স্পিনার বিসেন সিং বেদী। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট মহল। সেই প্রাক্তন তারকা ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে ইংল্যান্ডের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শুধুমাত্র তারাই নন, কমেন্ট্রি বক্সে থাকা বিসেন সিং বেদীর একসময়ের সতীর্থদের হাতেও দেখা গেল সেই কালো আর্মব্যান্ড। বিশ্বকাপের মাঝে এমন তারকার প্রয়ানকে হয়ত কেউই সেভাবে মেনে নিতে পারছেন না।
গত ২৩ অক্টোবর দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হয়েছেন কিংবদন্তী স্পিনার বিসেন সিং বেদী। মৃ-ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহল। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত চিলেন ভারতের প্রথম িবশ্বকাপ জয়ী অধিুনায়ক কপিসল দেব সহ আরও অন্যন্য প্রাক্তন তারকা ক্রিকেটাররা। সেইসঙ্গে উপস্থিত চিলেন শর্মিলা ঠাকুরও। বিশ্বকাপের জন্য ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের সেখানে যাওয়া সম্ভব হয়নি।
গত ২৩ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিসেন সিং বেদী
ইংল্ান্ডের বিরুদ্ধে ম্যাচ তলাকালীনই কালো আর্মব্যান্ড পরে তাঁর প্রতি শেষ শ্রদ্ধার্ঘ দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটাররা। শুধুমাত্র বারতীয় দলের ক্রিকেটাররাই নন, ভারতীয় দলের কোচ সহ সাপোর্ট স্টাফরাও এদিন কালো আর্মব্যান্ড পরেই মাঠে নেমেছিলেন। সেই ছবি দেখেই আপ্লুত হয়েছেন সকলে। এমন কিংবদন্তী তারকাকে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেই শেষ শ্রদ্ধার্ঘ দিতে চাইবেন ভারতীয় দলের ক্রিকেটাররা তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত তেমনটা হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ভারতীয় দলের হয়ে একসময় বহু স্মরণীয় পারফরম্যান্স দেখিয়েছিলেন বিসেন সিং বেদী। তাঁর হাত ধরে বহু ম্যাচে জয় তুলে নিয়েছিল একসময় ভারতীয় দল। দেশের জার্সিতে দীর্ঘ ১৩ বছর খেলেছেন বিসেন সিং বেদী। সেইসঙ্গেই তাঁর ঝুলিতে রয়েছে ২৬৬টি টেস্ট উইকেট। এছাড়া মসনুর আলি পতৌদির দক্ষ সেনাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি কপিল দেবের অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি। সেই তারকা ক্রিকেটারকে শ্রদ্ধার্ঘ জানাতেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
এদিন অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি ভারতীয় দল। শুরুতেই সুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারদের মতো তারকা ক্রিকেটারদের উইকেট হারিয়েছিলেন তারা। সেই জায়গা থেকে রোহিত শর্মা অবশ্য পরিস্থিতি সামাল দিয়েছিলেন খানিকটা। কিন্তু ৮৭ রানে থামতে হয়েছিল তাঁকেও।
The post বিসেন সিং বেদীকে শ্রদ্ধার্ঘ জানাতে ইংল্যান্ডের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে মাঠে রোহিত শর্মারা appeared first on CricTracker Bengali.










