বৃষ্টির কারণে টসে দেরি সেঞ্চুরিয়নে

ডিসে. 26, 2023

No tags for this post.
Spread the love

Rohit Sharma Inspect Pitch. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )

সকাল থেকেই আকাশের মুখ ভার। বক্সিং ডে টেস্টে ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মাঠের উপর রয়েছে মোটা ত্রিপলের আচ্ছাদন। প্রথম দিনের খেলায় আদৌ বল গড়ায় কিনা সেটাই এইমুহূর্তে প্রশ্নচিন্হর মুখে।

সেঞ্চুরিয়ান সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এই সিরিজের যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সচিন টেন্ডুলকারের সেই অবিস্মরণীয় ও অনবদ্য ইনিংসের রূপকথা এইখানেই রচিত হয়েছিল। ১৯৯২সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পুনঃপ্রবেশ ঘটেছে। ভারত রামধনুর দেশের আটটি সফর সম্পূর্ণ করেছে। তবে প্রতিবারই টেস্ট ক্রিকেটে তাদের খালি হাতে ফিরতে হয়েছে। তৃতীয়বারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে সেঞ্চুরিয়ানের বুকে। শেষ দুইবার অর্থাৎ ২০০১ ও ২০১৩ সালের পরিসংখ্যান বলছে পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকার দিকে।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতকে প্রথম থেকেই অপ্রতিরোধ্য দেখিয়েছে। এইবার বিশ্বকাপের পর প্রথমবার রোহিত শর্মা ও বিরাট কোহলি একসাথে লাল বলের ক্রিকেটে পদার্পন করতে চলেছে। ২০১৮সালের কোহলির সেই অনবদ্য সেঞ্চুরি ও পরবর্তীতে ২০২১সালে ক্যাপ্টেন্সি থেকে বিদায়, এই মাঠ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের কাছে বরাবর প্রাসঙ্গিক থেকেছে।

বর্তমানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের আউটফিল্ড ভিজে থাকার কারণে টস দেরিতে শুরু হবে। ভারতীয় সময় ১:৩০টার সময় এবার মাঠ পরিদর্শনে যাবেন।

প্রথম একাদশে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে কোচ রাহুল দ্রাবিড়ের পক্ষ থেকে। শোনা যাচ্ছে রবিনচন্দ্র অশ্বিন খেলবেন, অন্যদিকে ডেবিউ হতে পারে নতুন কোনো তারকার। কে এল রাহুল প্রথম থেকেই উইকেট কিপারের গুরু দায়িত্ব পালন করবেন। মহম্মদ শামি ছাড়া সমস্ত প্লেয়ারই বর্তমানে দলের সাথে যোগ দিয়েছেন। তাঁর পায়ের গোড়ালির চোট এখনো ভোগাচ্ছে। অলরাউন্ডারের পজিশনে প্রথম একাদশে দ্রাবিড়ের বরাবরের পছন্দ জাদেজার দিকে। সেক্ষেত্রে অশ্বিনের জায়গায় শার্দুল ঠাকুর দলে গুরুত্ব পেতে পারে। যতদূর জানা যাচ্ছে যশস্বী জয়শওয়াল দলের ওপেনিংয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 

মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির ৯৬ শতাংশ পূর্বাভাস রয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর বলছে ৩৮% বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। টস ইতিমধ্যেই বিলম্বিত হয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচের অভিমুখ কোন দিকে গড়ায়, সেটাই দেখার। বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের বেদনা পিছনে ফেলে সেঞ্চুরিয়নে নতুন অধ্যায় রচনা করে ইতিহাসের পাতায় জায়গা করতে চেষ্টা করবে রোহিত শর্মার ভারত। 

The post বৃষ্টির কারণে টসে দেরি সেঞ্চুরিয়নে appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8