Joe Root. (Photo Source: Gareth Copley/Getty Images)
বিশ্বকাপের মঞ্চে একের পর এক বিশ্রী রেকর্ড গড়েই চলেছে ইংল্যান্ড। এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের মঞ্চে প্রথম ইনিংসে সর্ব নিম্ন স্কোর করার রেকর্ড গড়ল ব্রিটিশ বাহিনীষ গতবারের চ্যাম্পি.নরা এবারো ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। একের পর এক ম্যাচে হেরেই চলেছে ব্রিটিশ বাহিনী। আফগানিস্তানের কাছে হেরে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ঘুরে দাঁড়ানোর একা সুযোগ ছিল। কিন্তু সেখানেও শেষরক্ষা করতে পারেনি তারা।
বরং ওডিআই বিশ্বকাপের মঞ্চে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বনিম্ন স্কোর করার বিশ্রী রেকর্ড গড়ল ইংল্যান্ড। বেঙ্গালুরুতে এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ২০৭ রান। ২০১১ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে ২০৭ রানে শেষ হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। সেই রেকর্ডই এবার ভেঙে দিল ব্রিটিশ বাহিনীও। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৫৬ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। সেইসঙ্গেই বিশ্বকাপের মঞ্চে প্রথম ইনিংসে বেঙ্গালুরুতে সর্বনিম্ন স্কোর করল ইংল্যান্ড।
শ্রীলঙ্কার কাছেও বিশ্রীভাবে হারতে হয়েছে ইংল্যান্ডকে
এদিন বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড। সেখানেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। শুরুটা বেশ ভালভাবেও করেছিল ইংল্যান্ড। একসময় বিনা উইকেটে ৪৩ রান ছিল ইংল্যান্ডের। সেই জায়গা থেকেই মাত্র ১৫৬ রানে শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ বাহিনী। মাত্র ২৬ ওভারের মধ্যেই ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে কার্যত বিধ্বস্ত করে দিয়েছিল শ্রীলঙ্কার বোলাররা। আর তাতেই বেঙ্গালুরুতে বিশ্বকাপের মঞ্চে প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর করার বিশ্রী রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে তাদের এমন পারফরম্যান্স নিয়ে কার্যত সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।
এদিন ইংল্যান্ডের কোনও তারকা ক্রিকেটারই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ডেভিড মালান সুরুটা ভালভাবে করলেও, তিনি ফেরার পরই ব্রিটিশ বাহিনীর ব্যাটিংয়ে ধস নেমেছিল। শেষের দিতকে বেন স্টোক স খানিকটা লড়াই করার চেষ্টা করলেও শেষরক্ষা তিনিও করতে পারেননি। আর সেইসঙ্গেই ইংল্যান্ডের ভাগ্য লিখনও হয়ে গিয়েছিল এদিন। শ্রীলঙ্কার কাছে এই ম্যাচে জিততেও পারেনি ব্রিটিশ বাহিনী। সেইসঙ্গেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাটাও কার্যত কঠিন হয়ে গেল তাদের।
The post বেঙ্গালুরুতে ১৫৬ রানে অলআউট হয়ে বিশ্বকাপের মঞ্চে বিশ্রী রেকর্ড ইংল্যান্ডের appeared first on CricTracker Bengali.










