Virat Kohli. ( Photo Source: Twitter/@OfficialSLC )
আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে যাত্রকা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপের মঞ্চই ভারতীয় দলের প্রধান পরীক্ষার মঞ্চ। সেখানে নামার আগেই বিরাট কোহলিকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই এশিয়া কাপ ওআসন্ন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের প্রধান অস্ত্র হতে চলেছেন বিরাট কোহলি। তাঁর ওপরই যেটিম ইন্ডিয়ার সাফল্য অনেকটা নির্ভর করবে তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যেই স্পষ্ট। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।
গতবছর এশিয়া কাপেরক মঞ্চ দিয়েই নিজের ফর্মে ফিরেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই ম়্চেই দেশের জার্সিতে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপর থেকেই ফের সাফল্যের রাস্তায়হাঁটাশুরকু করেছেন বিরাট কোহলি। ঘরের মাঠে একের পর এক ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ঘরের মাঠে শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ড প্রতিটি দলের বিরুদ্ধেই বড় রানের ঝলক ছিল এই তারকা ক্রিকেটারের ব্যাটে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ৭৬ ও ১২১ রান করেছিলেন বিরাট কোহলি
এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গেই তাঁর ব্যাটে এসেছিল জোড়া সেঞ্চুরী। সেই পারফর্মযান্স দেখার পর থেকেই যে বিরাট কোহলিকে ঘিরে সকলের প্রত্যাশা বাড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বিরাট কোহলিকে নিয়ে অত্যন্ত আশাবাদী। তাঁর মতে এই এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলিই হতে চলেছেন ভারতীয় দলের প্রধান কারিগড়।
এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “তিনি যে এই মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মার সঙ্গে ভারতীয় দলের সাফল্যের প্রধান চাবিকাঠি হয়ে উঠতে চলেছেন বিরাট কোহলি। অবশ্য রোহিত শর্মাও তাঁর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। শেষ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরী করেছিলেন রোহিত শর্মা। সেটা কিন্তু অসাধারণ একটা পারফরম্যান্স ছিল”।
সদ্য শেষ হয়েছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানেও ব্যাট হাতে বিরাটকোহলি ছিলেন দুরন্ত ফর্মে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে ৭৬ ও ১২১ রান করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এবারের এশিয়া কাপেও বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post ভারতীয় দলের সাফল্যের চাবিকাঠি হতে চলেছেন বিরাট কোহলি, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.