Snehashish Ganguly (Source: X)
দিন কয়েক আগে সিএবি সুপার ডিভিশন ক্রিকেট লিগে মহামেডান বনাম টাউন ম্যাচে একটি ঘটনা নিয়ে বিতর্ক ছড়ায়। সেই ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বঙ্গ ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে যায়। কিছুদিন আগে সেই ম্যাচের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি ম্যাচ চলাকালীন কিছু ক্রিকেটার খানিক নিজেদের ইচ্ছাকৃতভাবেই আউট হয়ে যাচ্ছে। বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী পরবর্তীতে এই ভিডিওটি নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করে প্রতিবাদ জানায়। যার পরে বিষয়টি নিয়ে চূড়ান্ত চাঞ্চল্য ছড়ায়। তার পরবর্তীতে এপেক্স কাউন্সিলে টুর্নামেন্ট কমিটি ভিডিওটা পাঠাতে বাধ্য হয়। সোমবার সিএবির এপেক্স কাউন্সিল এর বৈঠকে ঠিক হয় টাউন এবং মহামেডান, দুটি ক্লাবকেই শোকজের নোটিস দেওয়া হবে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সিএবি ম্যাচের আম্পায়ার, পর্যবেক্ষক, স্কোরার সবার সাথেই আলাদা আলাদা করে কথা বলেছে বলে জানা যাচ্ছে। আম্পায়ার, পর্যবেক্ষকের থেকে ম্যাচের রিপোর্টও নেওয়া হয়। সবার সঙ্গে আলোচনার পর স্থির করা হয়েছে যে ওই রিপোর্ট দেখার পর সিএবি কর্তারা একটি বিষয়ে নিশ্চিত হয়েছেন যে ঐদিন মাঠে কিছু তো সমস্যা হয়েছিল। এপেক্স কাউন্সিলের বৈঠকে এই বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়। তারপরই সিদ্ধান্ত নেয়া হয় যে দুটো ক্লাবকেই এক্ষেত্রে শোকজ করা হবে।
প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘ সেদিন যা হয়েছিল তা মোটেই ক্রিকেটের পক্ষে একটি ভালো বিজ্ঞাপন নয়। দুটো ক্লাবকেই এক্ষেত্রে আমরা শোকজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘গোটা বিষয়টি অম্বুডসম্যানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ তবে ভিন রাজ্যের ক্রিকেটার খেলানো নিয়ে যে অভিযোগ জমা পড়েছিল সেটা এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। অর্থাৎ কোন টিমের কোন পয়েন্ট আপাতত কাটা হচ্ছে না। ভিন রাজ্যের ক্রিকেটার খেলানোর ছাড়পত্র সংক্রান্ত নিয়ম স্পষ্টভাবে জানার জন্য বোর্ডের জেনারেল ম্যানেজার আবে কুরুভিল্লার কাছে চিঠি দেওয়া হয়েছে। সিএবির আশা আগামী দু-তিন দিনের মধ্যে বোর্ডের তরফ থেকে সবকিছু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে। তারপর জরুরী ভিত্তিতে এপেক্স কাউন্সিলের বৈঠক ডেকে এই বিষয়টির নিষ্পত্তি ঘটানো হবে।
এর বাইরেও গোটা বৈঠকে বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হয়। বিপিএল নিয়ে সরকারি শিলমোহর এদিনের বৈঠকে পড়ে গিয়েছে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছেলে এবং মেয়েদের বিপিএল শুরু হবে। ইডেন আর সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে এটি আয়োজিত হবে। সিএবির তরফে চেষ্টা চলছে আটটা ফ্রাঞ্চাইজিকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার।
The post ময়দানে গড়াপেটা বিতর্কে নয়া মোড়, টাউন-মহামেডান দুটি ক্লাবকেই শোকজ করলো সিএবি appeared first on CricTracker Bengali.