Mohammed Shami. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)
সে়ঞ্চুরিয়নে ব্যাটিংয়ের পর বোলিংয়েও খুব একটা ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি ভারতীয় দল। দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে মাত্র ২৪৫ রান করেছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে এই রান যে খুব একটা বড় নয়, তা বলার অপেক্ষা রাখে না। প্রোটিয়াদের বিরুদ্ধে এই রান নিয়ে লড়াই করতে হলে ভারতীয় দলের একটা ভাল বোলিং পারফরম্যান্সের প্রয়োজন ছিল। কিন্তু সেটাও সেভাবে কতে পারেনি ভারতীয় দলের বোলাররা। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেটই তুলতে পেরেছে তারা। সেই পারফরম্যান্স দেখার পরই দীনেশ কার্তিকের মুখে শোনা গেল মহম্মদ সামির নাম ।
দক্ষিণ আপ্রিকা সফরের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। সেঞ্চুরীয়নের এই পিচে দ্বিতীয় দিন ভারতীয় দলের বোলারদের পারফরম্যান্স দেখার পরই মহম্মদ সামির নাম শোনা গিয়েছে দীন্শ কার্তিকের মুখে। তাঁর মতে এই ম্যাচে মহম্মদ সামির অভাব অনুভব করছে ভারতীয় দল। বিশেষ করে সেঞ্টুরিয়নের পিচ যেভাবে সিম সহায়ক, সেখানে মহম্মদ সামি খেললে আরও বেশী উইকেট তুলতে পারত বলেই মনে করছেন তিনি।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি
ভারতের ২৪৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ২৫৬। ভারতীয় দলের থেকে এই মুহূর্তে ১১ রানের লিডে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে ক্রিজে চিকে রয়েছেন ডিন এলগার। তাঁর মতো ক্রিকেটারের ক্রিজে থাকাটা যে ভারতীয় দলকে খানিকটা হলেও অস্বস্তিতে রাখবে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিনের শেষে ২১১ বল খেলে ১৪০ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন এই তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গেই দীনেশ কার্তিক জানিয়েছেন, এই ব্যক্তি একজন বোলার হওয়ার পশাপাশি একন দক্ষ নেতা হিসাবেও নিজেকে তুলে ধরেছেন। জসপ্রীত বুমরার যোগ্য সহকারী তিনি হয়ে উঠতেন। এই ধরণের পিচে সিমিং পজিশন দেখেই সেই ধারণা করা যেতে পারে। আমি হলফ করে বলতে পারি যে এই ধরেণের পিচে মহম্মদ সামি বেশ কয়েকটা উইকেট তুলে নিতে পারতেন। ভারতীয় দল সত্যিই তাঁর অভাব অনুভব করছে।
দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার মাত্র পাঁচটি উইকেটই তুলতে পেরেছেন ভারতীয় দলের বোলাররা। সেখানেই দুটো করে উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। সেইসঙ্গে অভিষেক হওয়া প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট তুলতে পেরেছেন মাত্র একটি।
The post মহম্মদ সামির অভাব অনুভব করছে ভারত, মনে করছেন দীনেশ কার্তিক appeared first on CricTracker Bengali.