Babar Azam. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)
১৪ই অক্টোবর, শনিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান উভয় দলই এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছে।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৫৮ বলে ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলতে সক্ষম হন। ভারতের বিরুদ্ধে এটি ছিল তার প্ৰথম অর্ধশতরান। তিনি বেশ ভালো ছন্দের সাথে ব্যাটিং করছিলেন, কিন্তু শেষমেশ মহম্মদ সিরাজের সামনে তিনি হার মানেন। ৩০ তম ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পাকিস্তানের অধিনায়ক।
পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লাহ শফিক এবং ইমাম-উল-হক মিলে ৪৩ রানের পার্টনারশিপ করেন। শফিক ৩টি চার সহ ২৪ বলে ২০ রান করে নিজের উইকেট হারান। তিনি মহম্মদ সিরাজের বলে এলবিডব্লু হন। এরপর, আরেক ওপেনার ইমাম হার্দিক পান্ডিয়ার বলে নিজের উইকেট হারান। তিনি ৬টি চার সহ ৩৮ বলে ৩৬ রান করেন। অফসাইডের বাইরের বল মারতে গিয়ে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে বসেন।
বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান মিলে একটি সুন্দর পার্টনারশিপ করেন
পাকিস্তানের দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের মধ্যে ৮২ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে। রিজওয়ান ৭টি চার সহ ৬৯ বলে ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। জসপ্রীত বুমরাহের বলে বোল্ড হন তিনি।
এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই পাকিস্তান। বাবর আজম আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। সাউদ শাকিল, ইফতিখার আহমেদ এবং শাদাব খানের মধ্যে কেউই ১০ রানের গন্ডি পার করতে পারেননি। শাকিল, ইফতিখার এবং শাদাব যথাক্রমে ১০ বলে ৬ রান, ৪ বলে ৪ রান এবং ৫ বলে ২ রান করেন।
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
পাকিস্তানের প্ৰথম একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহীন আফ্রিদি, হারিস রউফ।
The post মহম্মদ সিরাজের দুর্দান্ত বলের সামনে ধরাশায়ী বাবর আজম, অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন পাকিস্তানের অধিনায়ক appeared first on CricTracker Bengali.










