Sachin Tendulkar. (Photo Source: Gettyimages)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বিধ্বংসী ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ। আর তাতেই কার্যত আপ্লুত হয়েছেন সকলে। সেঞ্চুরীয়নে তিনি না পারলেও, কেপটাউনে মহম্মদ সিরাজের হাত থেকে এসেছে একের পর এক সেরা বোলিং পারফরম্যান্স। টেস্ট ক্রিকেটের ফর্ম্যাটে কেরিয়ারের সেরা বোলিং করেছেন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি একাই তুলে নিয়েছিলেন ৬ উইকেট। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা শিবির। এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকরও।
প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি মহম্মদ সিরাজ। কিন্তু এদিন কেপটাউনে শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাঁর সামনে কার্যত মাথা তুলে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। একাই এগিন প্রোটিয়া শিবিরকে শেষ করে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। এজডেন মার্করাম থেকে একের পর এক প্রোটিয়া তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্স থেকে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই মুগ্ধ। ৯ ওভার বল করে ১৫ রান দিয়ে তিনি একাই তুলে নিয়েছিলেন ৬টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৬ উইকেট
মহম্মদ সিরাজের পেস এবং লেন্থ দেখে কার্যত হতবাক হয়েছেন সচিন তেন্ডুলকরও। তাঁর এই পারফরম্যান্স যে তাঁকেও মুগ্ধ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। সচিন তেন্ডুলকরের মতে এদিন কেপটাউনে সচিন তেন্ডুলকর নাকি তাঁর পেসের জাদু দেখিয়েছেন। এই সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো এডেন মার্করাম, টনি ডে জর্জি এবং ডিন এলগারদের মতো তারকা ক্রিকেটারদের মাঠ ছাড়ার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতেই নিজের টেস্ট কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখালেন তিনি।
তাঁর এমন পারফরম্যান্স দেখেই টুইট করেছেন সচিন তেন্ডুলকর। তিনি জানিয়েছেন, “নিউল্যান্ডসে মহম্মদ সিরাজ এদিন ম্যাজিক দেখিয়েছেন। এক অসাধারণ লাইন লেন্থ এবং সেইসঙ্গে হতবাক করার মতো একটা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি”।
এদিন শুরু থেকেই মহম্মদ সিরাজের বোলিংয়ে ছিল জাদু। দিনের শুরুতেই এডেনব মার্করাম ২ রানে সাজঘরে ফিরিয়েছিলেন মহম্মদ সিরাজ। এরপর ডিন এলগারকে ৪ রানে এবং টনি ডে জর্জিকে মাত্র ২ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। যদিও এইকটা উইকেট মহম্মদ সিরাজ সন্তুষ্ট ছিলেন না। এরপর একে একে ডেভিড বেরিংহ্যাম, কাইল ভেরাইনকে সাজঘরের দিকে ফিরিয়ে দিতে পেরেছিলেন মহম্মদ সিরাজ। তাতেই আপ্লুত সচিন থেকে বাকি সকলে।
The post মহম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.