Virat Kohli. (Photo Source: Matt Roberts-ICC/ICC via Getty Images)
শুধুমাত্র ভারতই নয়, বিরাট কোহলি যে বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলোয়াড় তা এবার প্রমাণ হয়ে গেল। সচিন তেন্ডুলকর, কপিল দেব, ব্রায়ান লারা এবং এমএস ধোনিদের মতো নামকরা ক্রিকেটারদের পিছনে ফেলে দিয়ে গুগলের ২৫ বছরের ইতিহাসে সবথেকে বেশি সার্চ হওয়া ক্রিকেটার হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ২২ গজে তাকে অনেক রেকর্ড গড়তে এবং ভাঙতে দেখা গেছে। এইবার মাঠের বাইরে একটি বিশেষ রেকর্ড করলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
অন্যদিকে, বিরাট কোহলির পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গুগলের ২৫ বছরের ইতিহাসে সবথেকে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদ হয়েছেন। এই পর্তুগিজ তারকা বর্তমানে সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন। বিরাট কোহলিকে অনেকবারই এই ৩৮ বছর বয়সী ফুটবলারের প্রশংসা করতে দেখা গেছে।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন হলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের বহু রেকর্ডে তার নাম রয়েছে। সম্প্রতি, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে সবথেকে বেশি ওডিআই শতরান করা খেলোয়াড় হয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করার তালিকায় এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৫১৮টি ম্যাচ খেলেছেন এবং ২৬৫৩২ রান করেছেন। তার রানের গড় হল ৫৪.৩৬। ৩৫ বছর বয়সী এই ব্যাটারের নামে ১৩৮টি অর্ধশতরান এবং ৮০টি শতরান রয়েছে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন বিরাট কোহলি
সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ সবথেকে বেশি রান করেছিলেন বিরাট কোহলি। তিনি ১১টি ম্যাচ খেলে ৭৬৫ রান করেছিলেন। তিনি ৯৫.৬২ গড় এবং ৯০.৩১ স্ট্রাইক রেটের সাথে এই রান করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি ৬টি অর্ধশতরান এবং ৩টি শতরান করতে সক্ষম হয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।
সোশ্যাল মিডিয়াতে বিরাট কোহলির অনেক ফলোয়ার রয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তাকে ২৬৫ মিলিয়ন মানুষ ফলো করেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর পর এখনও পর্যন্ত তাকে ২২ গজে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ এবং ওডিআই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি কামব্যাক করবেন। এই সিরিজে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
The post মাঠের বাইরেও রেকর্ড বিরাট কোহলির, পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা এবং এমএস ধোনিদের appeared first on CricTracker Bengali.










