Matthew Wade and Mac Wright. (Photo by Steve Bell/Getty Images)
বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২০২৪-এর ১৩তম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে ৬ উইকেটে হারাল হোবার্ট হারিকেনস। এই মরসুমে এটি ছিল তাদের প্ৰথম জয়।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেনস। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে মেলবোর্ন রেনেগেডস। দুই ওপেনার জো ক্লার্ক এবং কুইন্টন ডি কক যথাক্রমে ২৫ বলে ৩৮ রান এবং ২২ বলে ৩৮ রান করেন। তাদের দুজনের মধ্যে ৭৮ রানের একটি দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে। জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ১ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক নিক ম্যাডিনসন ১৮ বলে ১৮ রান করে নিজের উইকেট হারান।
এরপর, অ্যারন ফিঞ্চ এবং জোনাথন ওয়েলস মিলে ৬৪ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। ফিঞ্চ ২৮ বলে ৩১ রান করতে সক্ষম হন। ওয়েলস ২৪ বলে অপরাজিত ৪০ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ২টি ছয় মারেন। উইল সাদারল্যান্ড ৩ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে মেলবোর্ন রেনেগেডস। অধিনায়ক নাথান এলিস এবং প্যাট্রিক ডুলি উভয়েই ২টি করে উইকেট শিকার করেন। রাইলি মেরেডিথ ১টি উইকেট পান।
১ ওভার বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় হোবার্ট হারিকেনস
হোবার্ট হারিকেনস শুরুতেই কালেব জুয়েলের উইকেট হারায়। তিনি এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। এরপর, অধিনায়ক ম্যাথু ওয়েড এবং ম্যাকালিস্টার রাইট মিলে মেলবোর্ন রেনেগেডসের বোলারদের ধরাশায়ী করেন। ওয়েড ৫০ বলে ৮২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছয়। অন্যদিকে, রাইট ৩৬ বলে ৬৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৫টি ছয় মারতে সক্ষম হন। তাদের মধ্যে ১৪০ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে ওঠে।
স্যাম হেইন ১৬ বলে ১৪ রান করে আউট হন। টিম ডেভিড এবং কোরে অ্যান্ডারসন যথাক্রমে ৮ বলে ১২ রান এবং ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ১৯ ওভারে ৪ উইকেটে ১৮৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় হোবার্ট হারিকেনস। টম রজার্স ২টি উইকেট নেন। মুজিব উর রহমান এবং কেন রিচার্ডসন ১টি করে উইকেট শিকার করেন।
The post ম্যাথু ওয়েড এবং ম্যাকালিস্টার রাইটের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের হাত ধরে মেলবোর্ন রেনেগেডসকে ৬ উইকেটে হারাল হোবার্ট হারিকেনস appeared first on CricTracker Bengali.










