Yashasvi Jaiswal and Ruturaj Gaikwad. ( Photo Source: X(Twitter) )
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করল ভারত। যশস্বী জয়সওয়াল, ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরানের হাত ধরে স্কোরবোর্ডে রানের পাহাড় গড়তে সক্ষম হল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় ভারতীয় দলের ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল আগের ম্যাচে শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় টি-২০ ম্যাচে একটি দুর্দান্ত অর্ধশতরান করলেন এই প্রতিভাবান ব্যাটার। তিনি ২৫ বলে ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ২টি ছয় মারেন। তার এবং রুতুরাজ গায়কওয়াড়ের মধ্যে ৭৭ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। প্ৰথম ম্যাচের পর এই ম্যাচেও অর্ধশতরানের গন্ডি পার করতে সক্ষম হন ইশান কিষান। তিনি ৩২ বলে ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। তিনি এবং রুতুরাজ গায়কওয়াড় মিলে ৯৭ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন।
রুতুরাজ গায়কওয়াড় ৪৩ বলে ৫৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ২টি ছয় মারতে সক্ষম হন। অধিনায়ক সূর্যকুমার যাদব ২টি ছয় সহ ১০ বলে ১৯ রান করতে সক্ষম হন। শেষে রিঙ্কু সিং ৯ বলে ৩১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছয়। তিলক বর্মা ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে ভারত।
নাথান এলিস ৩টি উইকেট শিকার করেন
এই ম্যাচে অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার ছিলেন নাথান এলিস। তিনি ৪ ওভারে ৪৫ রান দেন এবং ৩টি উইকেট শিকার করেন। তিনি যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড় এবং সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
মার্কাস স্টোইনিস ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন। তিনি ইশান কিষানকে আউট করতে সক্ষম হন। এই ম্যাচে অস্ট্রেলিয়ার আর কোনো বোলার উইকেট নিতে পারেননি। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড় এবং ইশান কিষানের অর্ধশতরানের হাত ধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৫ রান করল ভারত appeared first on CricTracker Bengali.










