Ravi Bishnoi. (Photo Source: Twitter/BCCI)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। সেখানেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে এবার ছিলেন সূর্যকুমার যাদব। প্রথমবার দেশের জার্সিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম পরীক্ষাতেই কার্যত ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন সূর্যকুমার যাদব। সেইসঙ্গেই সিরিজের সেরা ক্রিকেটারের তকমা উঠেছে রবি বিষ্ণোইয়ের গায়ে।। শেষ ম্যাচেও দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়েও উচ্ছ্বসিত সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে এই তরুঁ বোলারকেই প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে নেমেছিল ভারতীয় দল। সেখানে অবশ্য চূড়ান্ত ব্যর্থ হয়েছিুল টিম ইন্ডিয়া। এরপরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেই দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। সেখানেই সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। সেই পরীক্ষাতে কার্যত ফুল মার্কস নিয়েই পাশ করেছেন এই তারকা ক্রিকেটার। এই সিরিজেই সুযোগ পয়েছিলেন রবি বিষ্ণোই। পাঁচ ম্যাচে একাই তুলে নিয়েছেন ৯ উইকেট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই
এই চলতি সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারকফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এই সিরিজেই টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে ভারতীয় দল। সেখানেই সূর্যকুমার যাদবের ৮০ রানের ইনিংস ভাকতীয় দলের জয়ের অন্যতম প্রধাম কারণ ছিল। এছাড়া অন্যান্য ম্যাচেও নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তাকা ক্রিকেটার। তবে শুধু ব্যাটাররই নয়, বোলাররাও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই সিরিজে। সেখানেই রবি বিষ্ণোইয়ের প্রতি ম্যাচেই উইকেট রয়েছে। তিনি একাই তুলে নিয়েছিলেন পাঁচ ম্যাচে ৯ উইকেট। শেষ ম্যাচেও ২ উইকেট পেয়েছেন তিনি।
ম্যাচ শেষে সূর্যকুমার যাদব জানিয়েছেন, অক্ষর টলের পরপর ম্যাচে সেরা ক্রিকেটারের তকমা তুলে নিয়েছেন। কিন্তু রবি বিষ্ণোই প্রতি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। প্রথম ম্যাচের পর যেভাবে তিনি প্রত্যাবর্তন করেছেন এবং সিরিজের সেরা ক্রিকটারের পুরস্কার জিতেছেন সেটা সত্যিই অসাধারণ। তিনি নিজের সেরা পারফরম্যান্সটাই প্রদর্শন করেছেন।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলতে পারেনি ভারতীয় দল। মাত্র ১৬০ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলষ সিরিজ জিতে গেলেও, ভারতীয় দল এই ম্যাচ জিততেও মরিয়া হয়েছিল। ব্যাটেররা ওই ম্যাচে সেভাবে সাফল্য না পেলেও, সেখানে বোলাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই ম্যাচেও রবি বিষ্ণোই পেয়েছিলেন দুই উইকেট। মুকেশ কুমার পেয়েছিলেন ৩ উইকেট।
The post রবি বিষ্ণোইকে প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার যাদব appeared first on CricTracker Bengali.