Ravichandran Ashwin. ( Image Source: Twitter )
বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেই সেমিপাইনালের রাস্তায় অনেকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানেই ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছিল। এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় দলে ফিরতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু সেই সম্ভাবনা যে একেবারেই কম তা ভারতীয় দলের বোলিং কোচের সাংবাদিক সম্মেলনের পরই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। শার্দূল ঠাকুরের ওপরই এই ম্যাচেও ভরসা রাখতে চলেছে ভারতীয় দল।
এবারের বিশ্বকাপের স্কোয়াডে রবিচন্দ্রন অশ্বিন খেললেও এখনও পর্যন্ত তিন ম্যচের মধ্যে মাত্র একটি ম্যাচই খেলেছেন তিনি। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। এরপর থেকে আর ভারতীয় দলে দেখা যায়নি তাঁকে। সেই জায়গাতে দুই ম্যাচেই শার্দূল ঠাকুরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। শেষ ্মযাচে পাকিস্কামের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানে শার্দূল ঠাকুর থাকলেও সেভাবে বোলিং করতে দেখা যায়নি তাঁকে। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ব্যাটিং করতেও নামতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন
পাকিস্তানের বিরুদ্ধে শার্দূল ঠাকুরকে সেভাবে বল হাতে দেখতে না পাওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। শোনাযাচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। যদিও শেষপর্যন্ত কোনওরকম রোটেশনের পথে যে ভারতীয় দল হাঁটবে না তা ম্যাচের আগের দিনই স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ পরণ মাম্বরে। তাঁর মতে যে দল ধরে রেখে তারা জিতছে, সেই দল পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই বলেই মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে পরশ মাম্বরে জানিয়েছেন, আমি জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে শুরুটা করা হয়েছে সেটাই ধরে রাখা। সেই কারণেই এখনও পর্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গিতে দলে রোটেশনের কোনওরকম চিন্তা ভাবনা দেখা যায়নি। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের মোমেন্টামটা ধরে রেখেই এগিয়ে যাওয়াটা উচিত্। তেমনই ভাবনাটা রয়েছে সকলের।
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের থেকে যে ভারতীয় দল এগিয়ে থেকে নামবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে নানান হিসাব নিকাশ। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে চারবারের সাক্ষাতে তিনবারই জয় পেয়েছে ভারতীয় দল। এবারও যে সেই পরিসংখ্যান টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
The post রবিচন্দ্রন অশ্বিন নয়, বাংলাদেশের বিরুদ্ধেও শার্দূল ঠাকুরেই ভরসা রাখতে চলেছে ভারত appeared first on CricTracker Bengali.










