Ravichandran Ashwin. ( Image Source: Twitter )
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপের লড়াই। এক মাস ১৪ দিনের এই লড়াই শেষে কোন দলের অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেখানেই আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগেই ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়ার সিদ্ধান্তের প্রশংসায় প্রাক্তন ভারত অদিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এসিয়া কাপের ম়্চ থেকেই বাল পারফরম্যান্স প্রদর্শন করছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই প্রতিযগিতার মাঝেই চোট পেয়েছিলেন অক্ষর পটেল। সেই থেকেই চিন্তা বাড়তে শুরু করেছিল সকলে। এশিয়া কাপে তাঁকে ডাকা না হলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় শিবিরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছি্ল নির্বাচকদের তরফে। সেই থেকেই তাঁর বিশ্বকাপের মড্চে খেলা নিয়েও দেখা দিয়েছিল নানান হিসাব নিকাশ। বিশ্বকাপের আগে ২৮ সেপ্টেম্বরই ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই ফর্ম্যাটে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন
প্রায় সাত বছর পর ভারতের ওডিআই ফর্ম্যাটের দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অশ্বিনের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি কোনও তারকা ব্যাটার। এরপর থেকেই তাঁকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছিল। বিশ্বকাপের আগে অশ্বিনকে ভারতীয় শিবিরে নেওয়ার সিদ্ধান্তের প্রশংসায় এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁর মতে সবসময়ই এমন একজন স্পেশ্যালিস্ট স্পিনারকে এই ওডিআই ফর্ম্যাটের দলে রাখা উচিত্।
এই ইন্ডিয়া টিডে-তে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “তিনি একজন অসাধারণ স্পিনার। এই মুহূর্ত বোধহয় গোটা বিশ্ব সবচেয়ে সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে এই মুহূর্তে ভারতের সেরা স্পিনার তিনিই। আমি সবসময়ই মনে করি যে এই ফর্ম্যাটে একজন বিশেষজ্ঞকে খেলানো অত্যন্ত প্রয়োজনীয়। এটা সত্যিই খুব ভাল সিদ্ধান্ত। কাততালীয় ভাবেই হয়ত অক্ষর পটেল চোট পেয়ে ছিটকে গিয়েছেন। সেখানেই এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সিদ্ধান্ত সত্যিই খুব ভাল সিদ্ধান্ত”।
রবিচন্দ্রন অশ্বিনের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স দেখে সকলেই প্রশংসা করেছেন। সেই পারফরম্যান্স যে এবারের বিশ্বকাপের মঞ্চেও ঘরে রাখতে পারবেন এই তারকা ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.