রবীন্দ্র জাদেজার ধাক্কায় বেসামাল অস্ট্রেলিয়া, ২৮ রানে নিলেন ৩ উইকেট

অক্টো. 8, 2023

Spread the love

Ravindra Jadeja. ( Photo Source: R.SATISH BABU/AFP via Getty Images )

বহুদিন ওডিআই জার্সিতে দেখা না গেলেও এবারের িবশ্বকাপের পের একবার দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি। অশ্বিনের ঝুলিতে বেশী উইকেট না এলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বড় রানের পথে কাঁটা ছড়িয়ে দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কার্যত তাঁর কারণেই যে অস্ট্রেলিয়া এগদিন ২০০ রানের গন্ডী টপকাতে পারেনি তা বলার অপেক্ষা রাখে না। এদিন অস্ট্রেলিয়ার সেরা তিন ব্যাটারকে সাজঘরে ফেরার রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটারই। সেইসঙ্গে ভারতের হয়ে সেরা পারফরম্যান্সও করলেন রবীন্দ্র জাদেজা।

স্টিভ স্মিথের উইকেট নিয়েই এদিন যাত্রাটা শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর একে একে মার্নাস লাবুশানে এবং অ্যালেক্স ক্যারিকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্র জাদেজা। তাঁর হাত ধরেই কার্যত ধসে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইনআপ। এদিন মাত্র ২৮ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে স্টিভ স্মিথের উইকেট তুলে নেওয়াটাই যে এদিন ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল তাও বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা

ডেভিড ওয়ার্নার ফিরে গেলেও, স্টিভ স্মিথের ক্রিজে থাকাটা ভারতীয় দলকে একেবারেই স্বস্তি দিতে পারছিল না। স্টিভ স্মিথও ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। সেই পরিস্থিতিতেই রোহিত শর্মা তাঁর বোলিং লাইনআপের অন্যতম সেরা অস্ত্র রবীন্দ্র জাদেজাকে কাজে লাগান। আর তাতেই বাজিমাত হয়। অস্ট্রেলিয়ার রান যখন ১১০ সেই সময়ই অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। রবীন্গ্র জাদেজার বোলিং ডেলিভারের কোনও জবাবই এদিন ছিল না স্টিভ স্মিথের সামনে। সেই পারফরম্যান্স দেখে সকলেই আপ্লুত হয়েছিলেন।

সেখানেই অবশ্য রবীন্দ্র জাদেজা থেমে থাকেননি। এরপর মার্নাস লাবুশানেকেও নিজের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার সাজঘরে ফিরেছিলেন ২৭ রানে। কিছুক্ষণের মধ্যে ফের অজি শিবিরে ধাক্কাটা দেন রবীন্দ্র জাদেজা। এবার তাঁর শিকার অ্যালেক্স ক্যারি। তাঁকে রানের খাতা খুলতেই দেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর তাতেই অস্ট্রেলিয়ার বড় রানের লক্ষ্যটাই কার্যত ভেস্তে যায়।

বিশ্বকাপের সুরুতেই কার্যত সকলকে চমকে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওবারে মাত্র ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। তাঁর ইকনমি রেট এদিন ২.৮।

The post রবীন্দ্র জাদেজার ধাক্কায় বেসামাল অস্ট্রেলিয়া, ২৮ রানে নিলেন ৩ উইকেট appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador