Aakash Chopra and Dhruv Jurel. (Photo Source: Twitter)
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটিতে আমরা বেশকিছু ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছিলাম। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল তাঁর অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়েছেন। অন্যদিকে, সরফরাজ খানও অভিষেক টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করেছেন। আরেকজন তরুণ ক্রিকেটারও এই সিরিজটিতে নিজের প্রতিভা দেখিয়েছেন। তিনি হলেন ধ্রুব জুরেল। কেএস ভরতের পরিবর্তে দলে জায়গা পেয়ে তিনি খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই সিরিজটিতে অভিষেক করেছিলেন ধ্রুব জুরেল। তিনি সিরিজটিতে মোট ৩টি ম্যাচ খেলেছিলেন এবং ১৯০ রান করেছিলেন। তাঁর এই সুন্দর পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
সম্প্রতি, ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে ধ্রুব জুরেলের খেলা ইনিংসটির ব্যাপারে মুখ খুলেছেন আকাশ চোপড়া। চতুর্থ টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসে ১৪৯ বলে ৯০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন জুরেল। তাঁর এই ইনিংস ম্যাচটিতে ভারতকে কামব্যাক করতে সাহায্য করেছিল। শেষমেশ ম্যাচটিতে ভারত জয় পেয়েছিল এবং সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেন, “৫ নম্বরে, আমি ধ্রুব জুরেলকে পেয়েছি। রাঁচিতে সে যে নক খেলেছিল, যদি সেই ৯০ রানের নক না আসত, তাহলে সিরিজ ২-২ হয়ে যেত। আপনি যদি ২-২-এ থাকতেন, তাহলে ধর্মশালায় কি ঘটত তা কেউ জানত না।”
তিনি আরও বলেন, “ধ্রুব জুরেল নিচের দিকের ব্যাটারদের সাথে ব্যাটিং করেছিলেন, ফাস্ট বোলিং ভালো খেলেছিলেন, এবং অনেক বড় শটও মেরেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি ধ্রুব জুরেলের অসাধারণ ম্যাচসেরা পারফরম্যান্সকে ৫ নম্বরে রেখেছি।”
“৩ নম্বরে আমি ভাইজ্যাগে যশস্বী জয়সওয়ালের করা দ্বিশতরানকে রেখেছি” – আকাশ চোপড়া
আকাশ চোপড়া প্রতিভাবান ওপেনার যশস্বী জয়সওয়ালেরও প্রশংসা করেছেন। তিনি ভাইজ্যাগে যশস্বীর করা দ্বিশতরানটিকে এই সিরিজের অন্যতম সেরা পারফরম্যান্সগুলির মধ্যে রেখেছেন। উল্লেখযোগ্যভাবে, এই সিরিজটিতে যশস্বী মোট দুটি দ্বিশতরান করেছিলেন। তাঁকে এই সিরিজে সিরিজসেরার পুরস্কারও দেওয়া হয়েছিল।
আকাশ চোপড়া বলেন, “৩ নম্বরে আমি ভাইজ্যাগে যশস্বী জয়সওয়ালের করা দ্বিশতরানকে রেখেছি। কেন আমি এমনটা বলছি? ভাইজ্যাগেও দলের শুরুটা ভালো হয়নি, তারা হোঁচট খেয়েছিল। আসলে অপরদিক থেকে উইকেট পড়ে যাচ্ছিল। যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে এই সিরিজে মোট দুটি দ্বিশতরান এসেছিল।”
The post রাঁচিতে ধ্রুব জুরেলের খেলা ইনিংসের গুরুত্ব ব্যাখ্যা করলেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.