Rohit Sharma. ( Photo Source: Robert Cianflone/Getty Images )
ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ কী খেলবেন রোহিত শর্মা। এই মুহূর্তে সম্পূর্ণ ক্রিকেট মহলে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সেই পরিস্থিতিতেই নিজের ইচ্ছা নিয়ে মুখ খুললেন প্রাক্তন শ্রীলঙ্কা র তারকা ক্রিকেটার মুথাইয়া মুরলীথরণ। তাঁর মতে যদি রোহিত শর্মার ইচ্ছা থাকে, তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তাঁকে দেখা যেতেই পারে। অন্যান্য প্রাক্তনদের মতো শ্রীলঙ্কার এই কিংবদন্তী স্পিনারও যে রোহিত শর্মাকে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখতে চান তা বলার অপেক্ষা রাখে না।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্স দেখার পরই রোহিত শর্মাকে নিয়ে মুখ খুলেছেন এই কিংবদন্তী স্পিনার। তাঁর মতে যে পারফরম্যান্স রোহিত শর্মা দেখিয়েছেন তাতে টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা খেলতেই পারেন। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্নার নেতৃত্বেই ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছেই সেখানে হারতে হয়েছিল ভারতীয় দলকে।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫৯৭ রান রয়েছে রোহিত শর্মার
বিরাট কোহলির ব্যাট থেকে এবারের বিশ্বকাপে যেমন বিরাট রান দেখা গিয়েছে। তেমনই গোটা বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর হাত থেকেও এসেছে একের পর এক বড় ইনিংস। বিরাট কোহলির পরই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা। ৫৯৭ রান করেছিলেন রোহিত শর্মা। এছাড়া এই বিশ্বকাপের মঞ্চেই তিনি ভেঙেছেন একাধিক রেকর্ড। ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড যেমন গড়েছেন তিনি। তেমনই ভারতীয় অধিনায়ক হিসাবে কোনও একটি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানও করেছেন তিনি।
মুরলীথরণ জানিয়েছেন, “তাঁর এবারের ওডিআই বিশ্বকাপের পারফরম্যান্সের দিকে তাকানো যাক। যে শুরুটা প্রতি ম্যাচে তিনি করেছেন। তাঁর স্ট্রাইকরেট দেখা যাক। এই প্রতিযোগিতায় তিনি কিন্তু কখনোই ব্যর্থ হননি। এই মুহূর্তে তাঁর বয়স ৩৬ বছর। যথেষ্ট তরুণ রয়েছেন রোহিত শর্মা। তিনি যদি বিরাট কোহলির মতো ফিটনেস বজায় রাখতে পারেন, তবে আরও একটা বিশ্বকাপ খেলতে পারেন রোহিত শর্মা”।
এবারের বিশ্বকাপের মঞ্চেই সেঞ্চুরী করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছিলেন রোহিত শর্মা। কয়েকদিন আগেই তাঁকেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীর। একইভাবে তাঁর পারফরম্যান্স নিয়ে অন্যান্য প্রাক্তন থেকে বিশেষজ্ঞদে মুখেও চিল প্রশংসার সুর। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা।
The post রোহিত শর্মাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখতে চান মুথাইয়া মুরলীথরণ appeared first on CricTracker Bengali.










