Harbhajan Singh. (Photo Source: Twitter)
ভারতীয় দলের একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থতা। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। ফাইনালের মঢ্চে কার্যত বিশ্রীভাবেই হারতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। আর সেই ম্য়াচে হারের পর থেকেই শুরু হয়েছে নানান সমালোচনা। বিশেষ করে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েই সমালোচনায় সরব হয়েছেন সকলে। সেই পরিস্থিতিতেই বএবার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
ভারতীয় দলের হারের পর শুদুমাত্র রোহিত শর্মার দিকেই যেভাবে অবিযোগের আঙুল তোলা হচ্ছে সেটা নিয়েই এবার সরব হয়েছেন ভারতীয় দল্েের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর ক্রিকেট কখনোই একার খেলা নয়। এটা সম্পূর্ণভাবেই একটা দলগত খেলা। সেখানে ভারতের ব্যর্থতার পর যেভাবে রোহিত শর্মাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে তা ঠিক নয় বলেই মনে করছেন হরভজন সিং। অএই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার পারফরম্যান্স নিয়েও নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হবে সেটাই এখন দেখার।
১২ জুলাই রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল
ভারতীয় দলের পাশাপাসি মুম্বই ইন্ডিয়ান্সেও রোহিত শর্মার সঙ্গে খেলেছেন হরভজন সিং। এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন রোহিত শর্মা। সম্প্রতি ভাল ফর্মের মধ্যে দিয়েও যাচ্ছেন না তিনি। সেখানেই ভারতীয় দলের ব্যর্থতার পর তাঁকে নিয়ে নানান আসোচনা শুরু হয়ে গিয়েছে। এমনকী রোহিত শর্মার অধিনা.কত্ব নিয়েও নানান সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে এসব বন্ধ হওয়া উচিত্ বলেই মনে করছেন হরভজন সিং। রোহিত শর্মার পাশে দাঁড়ানোরই বার্তা দিচ্ছেন তিনি।
এই প্রসঙ্গে হরভজন সিং জানি্য়েছেন, “আমি একটা জিনিস দেখছি যে সম্প্রতি রোহিত শর্মাকে নিয়ে সকলে একটি বেশীই কথা বলছেন। অন্তত যেভাবে রোহিত শর্মার সমালোচনা হচ্ছে। ক্রিকেট একটা দলগত খেলা। সেখানে কখনোই একজনের পক্ষে একা সবকিছু করে ফেলা সম্ভব হবে না। এবারের ডব্লুটিসি ফাইনালে ভারতীয় দল সত্যিই ভাল পারফরম্যান্স করেনি। কিন্তু সেখানে শুধুমাত্র রোহিত শর্মাকে নিয়ে সমালোচনা করাটা একেবারেই যুক্তিপূর্ণ নয়। সেখানেই তাঁর রান না পাওয়া, ওজন নিয়ে কথাবার্তা এবং নেতৃত্ব প্রসঙ্গেই নানান কথাবার্তা চলছে। আমার মতে্ রোহিত শর্মা একজন বড় অধিনায়ক”।
আগামী ১২ জুলাই রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে। সেখানেই রোহিত শর্মা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে সমালোচকদের বার্তা হরভজন সিংয়ের appeared first on CricTracker Bengali.