KL Rahul. (Photo Source: Twitter)
রবিবার লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেই মাঠে নামার আগেই খানিকটা আবেগতাড়িত ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। আইপিএলের মঞ্চে এই মাঠই তাঁর হোম গ্রাউন্ড। কিন্তু এবারের আইপিএলে এই মাঠে লোকেশ রাহুলের অভিজ্ঞতা খুব একটা ভাল নয়। সেই স্মৃতি অবশ্য খুব একটা মনে রাখতে চাননা লোকেশ রাহুল। সেখানেই তাঁর পারফরম্যান্সকে আরও ভালভাবে করতে চান লোকেশ রাহুল। আইপিএলের স্মৃতি ভুলে এখন ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফর্ম্যান্স দেখিয়ে সেই স্মৃতি নিয়েই মাঠ ছাড়তে চান এই তারকা ক্রিকেটার।
এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্বে ছিলেন লোকেশ রাহুল। যদিও এই মাঠে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। সেইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই মাঠেই চোট পেয়ে চিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। সেই থেকে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের এশিয়া কাপের মঞ্চেই দলে ফিরেছিলেন লোকেস রাহুল। সেই থেকেই ছন্দেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু এই মাঠে সেই খারাপ স্মৃতি এখনও পর্যন্ত মনে রয়েছেন লোকেশ রাহুলের।
আইপিএলের মঞ্চে এই মাঠেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল
সেই স্মৃতিই মুছে ফেলতে চান লোকেশ রাহুল। সেই চোট পাওয়ার পর তাঁকে অস্ত্রোপচারও করতে হয়েছিল। যদিও সেই জায়গা থেকে ফিরে এসেছেন এই তারকা ক্রিকেটার। এবারের বিশ্বকাপের মঞ্চেও লোকেশ রাহুল ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। লখনউয়ের এই মাঠ তাঁর কাছে অনেক বেশী প্রিয়। সেইসঙ্গে সেই খারাপ স্মৃতিও পিছু করে বেড়াচ্ছে এই তারকা ক্রিকেটারকে। এবার সেই স্মৃতিটাই ভাল স্মৃতিতে ঘোরাতে চান তিনি। শেষপর্যন্ত সেটা করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। এবারের বিশ্বকাপেও বেশ ভাল ছন্দেই রয়েছেন লোকেশ রাহুল।
এই প্রসঙ্গে লোকেশ রাহুল জানিয়েছেন, “লখনউতে ফিরে এসে এবং এই মাঠে সেই স্মৃতি আমি বদলে ফেলতে চাইছি। এখানে কিছু ভাল এবং সুখের স্মৃতি আমি রেখে যেতে চাই। অবশ্যই এখানে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছি আমরা। তারা কিন্তু চ্যাম্পিয়ন দল। তারা গতবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এবং সেখানে রবিবার জয়ের জন্য মুখিয়ে থাকবে”।
এবারের চলতি বিশ্বকাপে লোকেশ রাহুল এখনও পর্যন্ত ১১৭ রান করেছেন। সেখানে একটি অর্ধশতরানও পেয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এবার লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে এই তারকা ক্রিকেটার। সেখানেই তিনি বড় রান করতে পারেন কিনা সেটাই দেখার।
The post লখনউতে বিষাদ ভুলে সুখের স্মৃতি রেখে নিয়েই মাঠ ছাড়তে চান লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.










