Besn Stokes. ( Image Source: Twitter )
গতবছর অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের মঞ্চে হার। এই বছর ঘরের মাঠে সেই হারেরই প্রতিশোধ নেওয়ার সুযোদগ ইংল্যান্ডের সামনে। বেন স্টোকসের বিরুদ্ধে সেই লড়াইয়ে নামলেও, ইংল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এঁটে উঠতে পারছে না। বরং পরপর দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘরের মাটে খানিকটা চাপেই পড়ে গিয়েছে ব্রিটিশ বাহিনী। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে তারা। বেন স্টোকসের শেষ মুহূর্তের লড়াইও বাঁচাতে পারেনি ইংল্যান্ডকে। যদিও এত সহজেই হাল ছেড়ে লোক নন বেন স্টোকস।
এই সিরিজে ইংল্যান্ডের জয় নিয়ে এখনবও পর্যন্ত আশাবাদী ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। তাঁর মতে এই সিরিজে তারা ৩-২-এ জিততেই পারে। আর সেই লক্ষ্যে ইংল্যান্ডের খেলার ধরণ যে এতটুকুও বদলাবে না, তা বলতে কোনও দ্বিধা নেই বেন স্টোকসের। লড়াইটা কঠিন হলেও বেন স্টোকস এখনই হার মানতে নারাজ। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক ক্রিকেট এবং বাজবল ক্রিকেট খেলার বার্তাও দিয়ে রেখেছেন এই তারকা ব্রিটিশ অধিনায়ক।
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫৫ রান করেছিলেন বেন স্টোকস
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার শুরু থেকেই আক্রমণাত্মক পারফরম্যান্স দেখিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পরপর দুই ম্যাচেই হারতে হয়েছে তাদের. ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে এই মুহর্তে সমালোচনা তুঙ্গে রয়েছে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা নানান সমালোচনা করছেন। যদিও ব্রিটিশ অধিনায়ক কিন্তু নিজেদের পরিকল্পনা থেকে একেবারেই সরে যাওয়ার ব্যক্তি নয়। বরং তাঁর বিশ্বাস যেভাবে তারা খেলছেন, সেইভাবে নিজেদের পারফরম্যান্সের ওপর আরও জোর দিলে অস্ট্রেলিয়াকে এই সিরিজে হারাতেই পারে ইংল্যান্ড। এখনও ৩-২ করার ব্যপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে আমাদের ভাবনা একটাই যে সিরিজ ৩-২ করা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেভাবে আমরা ক্রিকেট খেলছি এর থেকে নিখুঁত ক্রিকেট এই পরিস্থিতিতে আর আমাদের কাছে কিছু হতে পারে না। আসন্ন এই তিন ম্যাচে আমাদের জিততেই হবে নিজেদের জায়গা ফিরে পেতে”।
লর্ডস টেস্টের শেষ দিনে ছিল টানটান উত্তেজনা। সেখানেই শেষপর্যন্ত ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। শেষদিন বেন স্টোকস ১৫৫ রানের ইনিংস খেললেও ইংল্যান্ডের জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত হেরেই লর্ডস ছাড়তে হয়েছিল বেন স্টোকসকে। কিন্তু তিনি এত সহজেই হাল ছাড়তে নারাজ। তাঁর মতে শেষ তিন ম্যাচে ফিরে আসতে সমর্থ রয়েছে তাদের দল।
The post লর্ডস টেস্টে হারলেও এখনও সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বেন স্টোকস appeared first on CricTracker Bengali.