Liton Das. (Photo Source: should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)
এক নজরে দেখলে খানিক বিভ্রান্তির শিকার হতে পারেন দর্শকরা। মাঠে উনি কে? লিটন দাস? নাকি সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি? কারণ এহেন ঘটনা প্রায়শই মাঠে ঘটাতেন ক্যাপ্টেন কুল। তাকে ছাড়া বিশ্ব ক্রিকেট এহেন ভঙ্গিমায় কাউকে বড়ো একটা দেখেনি। এবার সেটাই করে দেখালেন বাংলাদেশের উইকেট রক্ষক লিটন দাস। উইকেটের দিকে না তাকিয়েই বল ছুঁড়লেন। করলেন রান আউট। ধোনির স্মৃতি স্বাভাবিকভাবেই ভেসে উঠলো আন্তর্জাতিক ক্রিকেটে। এবার দস্তানা হাতে লিটন দাস। বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের শ্রীলঙ্কার ইনিংসের শেষ বলে এই ঘটনাটি ঘটে। মস্তাফিজুর রহমানের বল লং অনে পাঠিয়ে দু-রান নিতে সচেষ্ট হন শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকা। বাইশ গজের অন্য প্রান্তে উপস্থিত ছিলেন সাদিরা সমরবিক্রম। এক রান পূর্ণ করার পর দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন দুই ব্যাটসম্যান। বল খুব একটা বেশি দূরে পৌঁছয়নি। লং অন থেকে ছুটে এসে বল কুড়িয়ে নিয়েই থ্রো করেন রিসাদ হোসেন। কিন্তু তার থ্রো উইকেট থেকে বেশ খানিকটা দূর দিয়ে চলে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘরের মাঠে দর্শকরা আশঙ্কা করেছিল, ২ রান হয়ত সম্পূর্ণ হয়ে যাবে। তখনই সবাইকে অবাক করে দেন লিটন দাস। উইকেট থেকে সরে গিয়ে নিজের শরীরটাকে ছুঁড়ে দিয়ে বল ধরেন। তখন তিনি উইকেটের দিকে পিছন করে ছিলেন। সেই অবস্থায় উইকেটে বল ছোঁড়েন লিটন। বল সরাসরি উইকেটে লাগে। রান আউট হয়ে যান শনাকা।
লিটনের রান আউটের এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনেকে ধোনির সঙ্গে তার তুলনা করেছেন। ধোনি অবশ্য দস্তানা হাতে একবার এই কাজ করেননি। কেরিয়ারে বেশ কয়েকবার উইকেটের দিকে না তাকিয়ে রান আউট করতে দেখা গিয়েছে তাঁকে। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতেও তাঁর এহেন অবতার সাড়া ফেলে দিয়েছিল। ধোনির এই চালাকিতে অনেক সময় ব্যাটাররা বিভ্রান্ত হয়ে যেতেন। সেই কাজ এবার করতে দেখা গেল লিটন দাসকে।
অন্যদিকে তৃতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণ বিধি লঙ্ঘনের কারণে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার তাওহীদ হৃদয়। সিলেটে আউট হয়ে ফেরার পথে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এই ব্যাটার। যদিও পরবর্তীতে আম্পায়ারের হস্তক্ষেপে মাঠ ছাড়েন। পরবর্তীতে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই ব্যাটসম্যানকে। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ১৩ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।
The post লিটনের বিস্ময়কর রান আউট, মনে পড়ালেন মাহিকে appeared first on CricTracker Bengali.