Shubman Gill. ( Image Source: Twitter )
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন যে কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিভাবান ভারতীয় ওপেনার শুভমন গিল চাপে থাকবেন। ২রা নভেম্বর, বৃহস্পতিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৩৩ তম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি শুভমন গিল। তিনি চার ইনিংসে ২৬ গড়ের সাথে মাত্র ১০৪ রান করেছেন। আকাশ চোপড়া উল্লেখ করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের (জিটি) হয়ে খেলার সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভালো রান করতে পারেননি গিল।
জিও সিনেমাতে আকাশ চোপড়া বলেন, “আমরা যদি এমন কাউকে দেখি যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপের মুখে পড়তে চলেছেন, আমি বলব তিনি হলেন শুভমন গিল। এর কারণ হল তিনি এখনও পর্যন্ত মাত্র একটি ভালো ইনিংস খেলতে পেরেছেন, কিন্তু এর বাইরে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ভারত আশা করবে যে সেমিফাইনালের কাছাকাছি যাওয়ার সময়, দলের প্রতিটি ব্যক্তি সেরা ফর্মে থাকবেন। আমি আশা করি যে তিনি ওয়াংখেড়েতে অনেক রান করবেন। মুম্বাই স্বপ্নের শহর যা তিনি এখনও জয় করতে পারেননি। এমনকি আইপিএলে, ওয়াংখেড়েতে তার রেকর্ড ভালো নয়। তাই, তিনি এই পরিসংখ্যানের উন্নতি করতে চাইবেন, কারণ ভারত সেমিফাইনালের জন্য ওয়াংখেড়েতে ফিরতে পারে।”
রোহিত শর্মা ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্ৰথমে ব্যাটিং করতে নেমে ইতিমধ্যেই রোহিত শর্মার উইকেট হারিয়ে ফেলেছে ভারত। দিলশান মাদুশঙ্কা তার উইকেটটি নেন। তিনি ২ বলে ৪ রান করতে সক্ষম হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং বিরাট কোহলি। বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে ০ রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তিনি এই ম্যাচে অবশ্যই রানে ফিরতে চাইবেন। অন্যদিকে, গিলও এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে চাইবেন। শেষমেশ ভারত স্কোরবোর্ডে কত রান তুলতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়।
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার প্ৰথম একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশন হেমন্ত, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা।
The post শুভমন গিল শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপে থাকবেন, মনে করছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.










