Shubman Gill and Rohit Sharma. (Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
২৪ ঘন্টা পরই বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথম ম্যাচে নামার আগেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে। এখনও পর্যন্ত শুভমন গিল ছিটেক না গেলেও, তাঁর খেলার সম্ভাবনা যে খুবই কম তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে ওপেন করবেন কে তা নিয়েই চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরের অন্দরে। ঈশান কিষাণ নাকি লোকেশ রাহুল, কে হবেন রোহিত শর্মার ওপেনিং পার্টনার তা নিয়েই চলছে জোর জল্পনা।
গত শুক্রবার থেকেই ভারতীয় দলের বিশ্বকাপের মঞ্চে প্রথম একাদশ নিয়ে একটা দল্পনা শুরু হয়েছিল। শুক্রবার সকালেই হঠাত্ শুভমন গিলের জ্বরে আক্রান্ত হওয়ার কথা সকলের সামনে এসেছিল। সেই থেকেই শুরু হয়েছিল নানান আলোচনা। ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে এসেছেন সুভমন গিল। কিন্তু হঠাত্ দজ্বরে আক্রান্ত হয়ে সেই জায়গাতেই এখন তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। হাতে ২৪ ঘন্টা সময় রয়েছে ভারতের। ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে।
জ্বরে আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের ওপেনার শুভমন গিল
শুক্রবাহর শুভমন গিলের খানিকটা সুস্থ থাকার কতা রাহুল দ্রাবিড় বললেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিস্চয়তা নেই। যদি সুভমন গিল খেলতে না পারেন সেই জায়গায় ভারতীয় দলের ওপেনারের ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়েই চলছে জোর জল্পনা। শুভমন গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলে ফিরতে চলেছেন ঈশান কিষাণ। কিন্তু তাঁকে দিয়ে ওপেন করানো হবে কিনা তা নিয়েই নানান কথাবার্তা তুঙ্গে। লোকেশ রাহুলও নাকি আলোচনায় রয়েছে এই মুহর্তে।
এসিয়া কাপের মঞ্চে ঈশান কিষাণকে ভারতীয় দলে দেখা গেলেও ওপেনিং পজিশনে দেখা যায়নি। এবার বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেখানেও ঈশান কিষাণকে দিয়ে ওপেনিংয়ের পথে ভারতীয় দল হাঁটবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টই সেই সিদ্ধান্ত নেবে ।
ভারতীয় দলের হয়ে অবশ্য দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর ব্যাটিংয়ে ভর করেই ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে লোকেশ রাহুলও রয়েছেন ভাল ফর্মে। ভারতীয় দলের হয়ে ওপেনিং করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post শুভমন গিলের অনুপস্থিতিতে ভারতের ওপেনিং জুটি নিয়েই জল্পনা তুঙ্গে appeared first on CricTracker Bengali.










