Shubman Gill. (Photo Source: Twitter)
সম্প্রতি, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিলের ভূয়সী প্রশংসা করেছেন। গিল আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র ৭৩টি ম্যাচ খেলেছেন। তবে নিজের ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতিমধ্যেই সকলকে মুগ্ধ করেছেন।
প্ৰথম শ্রেণীর ক্রিকেটে এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একটি ইনিংসে সবথেকে বেশি রান করার ব্রায়ান লারার নামে রয়েছে। প্ৰথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৫০১* রান করেছিলেন। অন্যদিকে, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনি ৪০০* রান করতে সক্ষম হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার মনে করছেন যে শুভমন গিল এই রেকর্ড দুটি নিজের নামে করতে পারেন।
ব্রায়ান লারা আনন্দবাজার পত্রিকাকে বলেন, “শুভমন গিল। সে আমার দুটো রেকর্ডই ভেঙে দিতে পারে। শুনুন, শুভমন গিল হচ্ছে নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। সে নতুন প্রজন্মের ক্রিকেটে শাসন করবে। আমি মনে করি, সে ক্রিকেটের অনেক বড় বড় রেকর্ড ভেঙে দেবে। শুভমন পারবে, আমি বিশ্বাস করি সে আমার রেকর্ড ভেঙে দেবে। আমি বলতে চাইছি, প্রথম শ্রেণির ক্রিকেট বা কাউন্টিতে খেললে শুভমন আমার অপরাজিত ৫০১ রানের রেকর্ড ভেঙে দেবে। টেস্টে আমার অপরাজিত ৪০০ রানের রেকর্ডও সে ভেঙে দিতে পারে।”
“আমি নিশ্চিত সে ভবিষ্যতে অনেক আইসিসি টুর্নামেন্ট জিতবে” – ব্রায়ান লারা
সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ বেশ ভালো পারফরম্যান্সই দেখিয়েছিলেন শুভমন গিল। তিনি ৯টি ম্যাচ খেলে ৩৫৪ রান করতে সক্ষম হয়েছিলেন। এই টুর্নামেন্টে তিনি চারটি অর্ধশতরান করেছিলেন, তবে একটিও শতরান করতে পারেননি। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ টানা ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ব্রায়ান লারা মনে করছেন যে গিল ভবিষ্যতে অনেক আইসিসি ট্রফি জিতবেন।
ব্রায়ান লারা বলেন, “ক্রিকেট অনেক পাল্টে গিয়েছে। বিশেষ করে ব্যাটিং। দুনিয়া জুড়ে টি-টোয়েন্টি লিগ, বিশেষ করে আইপিএলের জন্যই এই পরিবর্তন। অনেক দ্রুত রান করছে এখনকার ছেলেরা। তাই বড় রান হতেই থাকবে। শুভমন অনেক বড় স্কোর করবে, মিলিয়ে নেবেন আমার কথা। গিল (বিশ্বকাপে) একটিও শতরান করেননি, তবে সে ইতিমধ্যেই যে নকগুলি খেলেছে সেগুলি দেখুন। সব ফরম্যাটেই তার শতরান রয়েছে, সে ওডিআইতে দ্বিশতরান করেছে এবং আইপিএলে অনেক ম্যাচ জেতানো ইনিংসও খেলেছে। আমি নিশ্চিত সে ভবিষ্যতে অনেক আইসিসি টুর্নামেন্ট জিতবে।”
The post শুভমন গিলের প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা appeared first on CricTracker Bengali.










