Mitchell Marsh. ( Image Source: Twitter )
টানা পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চেও এবার শুরুটা ভালভাবে করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে জিতে এবারের বিশ্বকাপে জয়ের রাস্তায় ফিরেছে পাঁচবারের িবশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়টাই যে এখন তাদের আগামী দিনের জন্য অক্সিজেন যোগাবে তা মানতে কোনও দ্বিধা নেই অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শের। চলতি বিশ্বকাপে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম অর্ধশতরান পেয়েছেন তিনি।
সেই পারফরম্যান্স যে মিচেল মা্র্শের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে মিচেল মারশের রান না পাওয়া নিয়েও একটা সমালোচনা শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পথে মিচেল মার্শের ইনিংসটা যে অস্ট্রেলিয়ার রাস্তাটা গড়ে দিয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন মিচেল মার্শ
প্রথম দুই ম্যাচ হারের পর থেকেই অস্ট্রেলিয়ার শিবিরের অন্দমহলে যে একটা চাপা অস্বস্তি বিরাজ করচিল তা বেশ স্পষ্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধেও কারা যদি হেরে যেত এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রাস্তাটা যে আরও কঠিন হগয়ে যেত তা বলাই বাহুল্য। েই ম্যাচ এখন অস্ট্রেলিয়া শিবিরে অক্সিজেন যোগাচ্ছে। সেইসঙ্গে এই জয় যে তাদের আগামী ম্যাচ গুলোতে নামার আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে সেই বলতেও কোনও দ্বিধা নেই মিচেল মার্শের। আগামী দিনের ম্যাচে এই পারফরম্যান্সই এখন ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে অজি বাহিনী।
ম্যাচ শেষে মিচেল মার্শ জানিয়েছেন, “এই দিনটা সত্যিই আমাদের জন্য খুব ভাল ছিল। শুরুটা খানিকটা ধার গতিতে হওয়ার ফলে খৈানিকটা হলেও চাপ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এদিন। সেখানেই আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে পেরেছিলেন। আমরা বেশ খানিকটা দূরে ছিলাম। তবে একেবারেই বলব না যে সেই হার দুটো আমাদের দুঃখ দেয়নি। তবে একটা কথা বলতে পারি যে এই জয় আমাদের অনেকটাই সঠিক রাস্তার দিকে পৌঁছে দেবে। সেখানে শুধুই স্ট্রাইকরেটের দিকে নজর দিতে হবে”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন অ্যাডাম জাম্পা। সেখানে মাত্র ২০৯ রানেই শ্রাীলঙ্কাকে শেষ করে দিয়েছিল অস্ট্রেলিয়া বাহিনী। সেই রান তুলতে অস্ট্রেলিয়াকে অবশ্য খুব একটা বেশী সময় লাগেনিু। ৩৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছিল অজি বাহিনী।
The post শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়টা তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে, মনে করছেন মিচেল মার্শ appeared first on CricTracker Bengali.










