Sanju Samson. (Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images)
এবারের এশিয়া কাপের রিজার্ভ ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে ছিলেন সঞ্জু স্যামসন। লোকেশ রাহুলের জন্যই তাঁকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছিল। প্রতম দুই ম্যাচে লোকেশ রাহুল না খেললেও, সঞ্জু স্যামসনকে ভারতের প্রথম একাদশে রাখা হয়নি। এশিয়া কাপের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছিল। সেখানেও ভারতীয় স্কোয়াডে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআঈই সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেও নেই সঞ্জু স্যামসন। ইতিমধ্যেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
কেন সঞ্জু স্যামসন বিশ্বকাপের দলে সুযোগ পাননি সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করলেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের দলে দুজন উইকেটকিপার রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে লোকেশ রাহুল এবং ঈশান কিষাণ সুযোগ পেয়েছেন। সঞ্জু স্যামসনও উইকেটকিপার ব্যাটার। সেই কারণেই ভারতের বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি সঞ্জু স্যামসনকে। যদিও সঞ্জু স্যামসনের সুযোগ না পাওয়া নিয়ে নানান কথাবার্তা এখনও চলছে। কিন্তু হরভজন সিং যে ভারতীয় দলের এই সিদ্ধান্তের পিছনে কোনওরকম ভুল দেখছেন না তা কার্যত তাঁর কথা থেকেই স্পষ্ট।
এশিয়া কাপের স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার হিসাবে ছিলেন সঞ্জু স্যামসন
সম্প্রতি অবশ্য দেশের জার্সিতে সঞ্জু স্যামসন একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সঞ্জু স্যামসন সুযোগের সদ্ব্যাবহার করতে পারেননি। এসিয়া কাপের ম়্চে থাকলেও রিজার্ভ ক্রিকেটার হিসাবেই রাখা হয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। তাঁকে না রাখা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সঞ্জু স্যামসনের দলে না থাকা নানান সমালোচনার সৃষ্টি করছে। যদি কারোর ওডিআই ফর্ম্যাটে গড় থাকে ৫৫ এবং তিনি যদি দলে সুযোগ না পান, সেই ব্যপারটা খানিকটা হলেও অবাক করার মতো। তবে আমারপ মনে হয়ে ভারতীয় দলে যেহেতু লোকেশ রাহুল ও ঈশান কিষাণ, এই দুজন উইকেটকিপার রয়েছেন, সেই কারণেই ভারতীয় দলে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের। তারা দুজনেই বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছেন”।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। বিশ্বকাপের আগে এটাই যে ভারতীয় দলের সামনে অন্যতম প্রধান পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post সঞ্জু স্যামসনের সুযোগ না হওয়ার কারণ দর্শালেন হরভজন সিং appeared first on CricTracker Bengali.