Sai Sudarshan. ( Photo Source: Twitter )
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ওডিআই সিরিজেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে সাই সুদর্শনের। কেরিয়ারের প্রথম ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে বেশ কিছু রেকর্ডও গড়েছেন এই তরুণ ক্রিকেটার। এমন পারফরম্যান্স দেখার পরই সাই সুদর্শনকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে যেভাবে সাই সুদর্শন দক্ষিণ আফ্রিকার পিচে ব্যাটিং করেছেন, এমনটা চললে ভারতীয় দলের হয়ে আগামী ১০ থেকে ১৫ বছর তিনি নিজের খেলা চালিয়ে যেতে পারবেন। ইরফান পাঠানের বিরাট ভবিষ্যদ্বানী সাই সুদর্শনকে নিয়ে।
এবারের আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই নিজের পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছিলেন সাই সুদর্শন। সেই থেকেই এই তরুণ ক্রিকেটারকে ভারতীয় দলে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। শেষপর্যন্ত এই বছরের শেষেই সেই সুযোগ পেয়ে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওডিআই সিরিজে অভিষেক হয়েছে সাই সুদর্শনের। সেই ম্যাচে কেরিয়ারের প্রথম ওডিআউ অর্ধশতরানও পেয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ বলে ৫৫ করেছিলেন সাই সুদর্শন
তাঁর সেই পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের আপেক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার মতো দেশের পিচে যেভাবে সাই সুদর্শন খেলেছেন তা এক কথায় অনস্বীকার্য। এমনভাবেই নিজের পারফরম্যান্স চালিয়ে গেলে যে তিনি ভারতীয় দলের হয়ে আরও ১০ থেকে ১৫ বছর খেলা চালিয়ে যেতে পারবেন তা বলতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের। প্রথম ম্যাচেই ভারতীয় দলের হয়ে ৪৩ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাই সুদর্শন।
ইরফান পাঠান এই প্রসঙ্গে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মতো দেশে যদি কেউ এমন ভারে ব্যাটিং করতে পারেন। তবে এটা ধারণা করাই যে তিনি ভারতীয় দলের হয়ে আগামী ১০ থেকে ১৫ বছর ধরে খেলতে পারবেন। যদিও সদ্যই হয়েছে, কিন্তু তাঁর এই শুরু করাটা সত্যিই এক কথায় অসাধারণ ছিল। প্রথম বলেই প্রথম চারটা এসেছিল তাঁর ব্যাট থেকে। তিনি সত্যিই অসাধারণভাবে শুরুটা করেছেন।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ভারতীয় দলের জয়ের শেষপর্যন্ত মাঠে ছিলেন সাই সুদর্শন। সেই থেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে সকলে উচ্ছ্বসিত। তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে একের পর এক বাউন্ডারির ঝলক। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post সাই সুদর্শনের পারফরম্যান্স দেখে আপ্লুত প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান appeared first on CricTracker Bengali.










