Virat Kohli and AB de Villiers. (Photo Source: IPL/BCCI)
এবারই শুরু হবে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি প্রতিযোগিতার দ্বিতীয় মরসুম। আইপিএল. বিবিএলের পাশাপাশি অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতার তকমা উঠেছে এই লিগের গায়ে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের দলের আধিক্যই এখানে বেশী। সেই প্রতিযেগিতা নিয়েই নিজের প্রত্যাশার কথা এবা সকলের সামনে আনবলেন প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডেভিলিরয়র্স। এখনই সম্ভ না হলেও, কোনও না কোনও সময় এই প্রতিযোগিতাতে একটি হলেও মরসুমে বিরাট কোহলিকে দেখার আশায় রয়েছেন এবি ডেভিলিয়র্স। যদিও সেটা কতটা সম্ভব তা তো সময়ই বলবে।
এবারের সাউথ আফ্রিটা টি২০ প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এবি ডেভিলিয়র্স। তাঁর এমনভবে এই প্রতিযেগিতার সহ্গে জুড়ে যাওয়া এই প্রতিযোগিতার জনপ্রিয়তা আরও বাড়াব তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এবার বিরাট কোহলিকে নিয়ে আশার সুর শোনা গেল তাঁর মুখে। যদিও ভারতীয় দলের হয়ে খেলার সম.য় কোনও ভাকতীয় ক্রিকেটারেরই বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কোনওরকম সম্মতি নেই। সুতরাং এই মুহূর্তে যে বিরাট কোহলির খেলার কোনও সম্ভাবনা নেই তা বলাই বাহুল্য।
আইপিএলে আরসিবিতে বিরাট কোহলির সতীর্থ ছিলেন এবি ডেভিলিয়র্স
এই পরিস্থিতি সম্বন্ধে এবি ডেভিলিয়র্সও যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণেই বিরাট কোহলির অবসর নেওয়ার পরই তাঁকে এই প্রতিযোগিতায় দেখার ব্যপারে প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। এবি ডেভিলিয়র্সের মতে বিরাট কোহলি তাঁর অবসর গ্রহনের পর অন্তত একটি মরসুম সাউথ আফ্রিকা টি২০ প্রতিযেগিতা খেলতে আসতেই পারেন। একইসঙ্গে আবার নিজেকেও ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে দেখতে পাওয়ার কথা জানিয়েছেন এবি ডেভিলিয়র্স। অর্থাত্ আসন্ন মরসুমে কোচিং স্টাফে মিস্টার থ্রি স্কিসটি ডিগ্রীকে দেখা গেলে যে খুব একটা অবকা হওয়.ার মতো কিছু থাকবে না তা বলাই যায়।
এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, “অবশ্যই এখানে বিরাট কোহলিকে দেখতে চাই। বিরাট কোহলিকে এই প্রতিযোগিতায় পেতে চাই আমরা। আমি আশাবাদী এই ভেবে যে তিনি তাঁর অবসর নেোয়ার পরই যত শীঘ্র সম্ভব এই সাউথ আফ্রিকা টি২০ প্রতিযোগিতায় খেলতে আসবেন”।
এই মুহূর্তে ভারতীয় দলের থেকে বেশ কয়েকদিন বিশ্রাম চেয়ে নিয়েছেন বিরাট কোহলি। সামনেই রয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফর। সেখানেও টি টোয়েন্টি ও ওডিআই সিরিজের মঞ্চে দেখা যাবে না বিরাট কোহলি। একেবারে টেস্টে খেলতে নামবেন তিনি। এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। আইপিএলের মঞ্চে এই বিরাট কোহলির ব্যাটেই রয়েছে ৭২৬৩ রান। আদৌ বিরাট কোহলিকে কখনোও এই প্রতিযযোগিতায় দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post সাউথ আফ্রিকা টি২০ প্রতিযোগিতায় বিরাট কোহলিকে দেখার প্রত্যাশায় এবি ডেভিলিয়র্স appeared first on CricTracker Bengali.










