সাম্প্রতিককালে বিরাট কোহলিকে ফ্যাব ফোরের সদস্য মানছেন না আকাশ চোপড়া

জুলাই 9, 2023

No tags for this post.
Spread the love

Virat Kohli. ( Image Source: Gareth Copley-ICC via Getty Images )

বিশ্ব ক্রিকেটে ফ্যাব ফোরের অন্যতম সদস্য তিনি। স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি ও জো রুটকে একসঙ্গে ফ্যাব ফোর দলে রাখা হয়েছে। এঅই মুহূর্তে টেস্টের মঞ্চে এই চারজনকেই সেরা ক্রিকেটারের তকমা দেওয়া হয়ে থাকে।  আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের মঞ্চে নামছে ভারতীয় দল।  সেখানে বিরাট কোহলি কেমন পারফরম্যান্স করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কিন্তু সেই ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাট কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন প্রকাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের মতে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আর ফ্যাব ফোর নেই। এখন নাকি তা ফ্যাব থ্রি হয়ে গিয়েছে। ফ্যাব ফোরের সেই তালিকায়  এখন আর বিরা কোহলি নেই বলেই মনে করছেন এই প্কাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। বিশেষ করে সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পরই সেখানে বিরাট কোহলির পারফরম্যান্স দেখে এমনটা মনে করছেন আকাশ চোপড়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি

প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের মতে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী অবশ্যই বিরাট কোহলির এই ফ্যাব ফোরের সদস্য ছিলেন। কিন্তু অএরপর থেকেই খারার ফর্মের মধ্যে দিয়ে যেতে শুরু করেছিলেন বিরাট কোহলি। আর সেটাই তাঁকে এই মুহূর্তে আর ফ্যাব ফোরের মধ্যে রাখে না বলে মনে করছেন আকাশ চোপড়া। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ১৪ রান ও দ্বিতীয় ইনিংসে ৪৯ রানেই সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্স দেখার পরই এমন মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কাশ চোপড়া।

নিজস্ত ইউটিউব চ্যালেনে আকাস চোপড়াা জানিয়েছেন, “বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ এহং কেন উইলিয়ামস হলেন নিশ্চিত ভাবে ফ্যাব ফোর একটা সময় পর্যন্ত। এমনকী একটা সময় ডেভিড ওয়ার্নারও ছিলেন এই তালিকাতে। এই মুহূর্তে আমরা টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করছি। সেখানেই আমরা ০১৪ থেকে ২০১৯ এই পর্ব নিয়েই আলচোনা করছি। কিন্তু এই মুহূর্তে ফ্যাব ফোর আর নেই। রয়েছে ফ্যাব থ্রি”।

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলি যে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। সেভাবে নিজেকে প্রস্তুতও করছেন এই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের অপেক্ষাতেই সকলে।

The post সাম্প্রতিককালে বিরাট কোহলিকে ফ্যাব ফোরের সদস্য মানছেন না আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8