Guyana Amazon Warriors vs Jamaica Tallawahs. ( Image Source: Twitter )
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জমজমাট। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে চারটের সময় গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে নামছে জামাইকা টালাওয়াহস। ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। যদিও এই ্মযাচে ধারাভারে বেশ খানিকটা এগিয়ে রয়েছে গুয়ানা। তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যেই পাঁচটিতেই জিতেছে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দুয়ানা আমাজন ওয়ারিয়র্স। সেখানেই আমাজন টানাওয়াহস রয়েছে লিগ টেবিলে পাঁচ নম্বর স্থানে। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে এবার।
শেষ পাঁচটি ম্যাচের মধ্যেমাত্র একটিতেই জিততে পেরেছে জামাইকা। এই মুহর্তে লিগদ টেবিলে তারা রয়েছে পাঁচ নম্বর পজিশনে। সেখানেই তাদের পয়েন্ট রয়েছে মাত্র পাঁচ। এখনও পর্যন্ত লিগে সাতটি ম্যাচ খেলে মাত্র দুটো ম্যাচে জিততে পেরেছে তারা। নক আউট পর্বে পৌঁছতে হলে এই ম্যাচেগুয়ানার বিরুদ্ধে জিততেই হবে তাদের। অন্যদিকে এই ম্যাচে জামাইকাকে হারাতে পারলেই গুয়ানা আমাজন ওয়ারিয়র্স নক আউট পর্বের অনেকটাই কাছে পৌঁছে যেতে পারবে।
লিগ টেবিলে গুয়ানা ওয়ারিয়র্সের ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। জামাইকা পিছিয়ে থাকলেও, নক আউটের পর্বে নিজেদের আসা জিইয়েরাখতে যেতারা মরিয়া চেষ্টা করবে এই ম্যাচে তা বলার অপেক্ষা রাখে না। জামাইকা শিবিরেই রয়েছেন মহম্মদ আমির। এবারের প্রতিযোগিতায়তাঁর ইকনমি রেট অসাধারণ থাকলেও শেষ ম্যাচেই উইকেটের ঝুলি ফাঁকা ছিল এই তারকা বোলারের। তবে এই ম্যাচেও যে তিনি জামাইকার অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।
পিচ কন্ডিশন
প্রভিন্স স্টেডিয়াম গুয়ানার ঘরের মাঠ। সেখানে গুয়ানার ব্যাটাররা খানিকটা হলেও বাড়তি সুবিধা পেতে চলেছে। সেইসঙ্গে এই পিচে বড় রান হতচে পারে বলেই মনে করা হচ্ছে। এই পিচে শুরুর দিকে পেসাররা খানিকটা হলেও বাড়তি সুবিধা পেতে পারেন। একানে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তের পথেই হাঁটতে পারেন অধিনায়ক।
সম্ভাব্য একাদশ
গুয়ানা আমাজন ওয়ারিয়র্সঃ সাইম আয়ুব, শাই হোপ, আজম খান, শিমরণ হেটমায়ার, ডোয়েন প্রিটোরিয়ান, রোমারিও শেফার্ড, কিমো পল, ওডিন স্মিথ, গু়ডাকেশ মোতি, ইমরান তাহির, জুনিয়র কিনক্লেয়ার
জামাইকা টালাওহসঃ ব্রেন্ডন কিং, আমির জেনোগো, জার্মেই ব্ল্যাকউড, সামারা ব্রুকস, রেমন রেলিফ, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়েন অ্যালেন, ক্রিস গ্রীন, মহম্মদ আমির, তেলভিন পিটম্যান, সলমন ইরশাদ
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম জামাইকা টালাওহস হেড টু হেড
ম্যাচ – ২৬। জামাইকা- ১০। গুয়ানা – ১৬
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
ম্যাচ – গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম জামাইকা টালাওহস
ভেন্যু – প্রভিন্স স্টেডিয়াম, গুয়ানা
সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ফ্যানকোড
The post সিপিএল ২০২৩, গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম জামাইকা টালাওহসঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.