Litton Das. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)
সুপার ফোরের মঞ্চে নামার আগেই স্বস্তির আবহ বাংলাদেশ শিবিরে। অসুস্থতা সারিয়ে বাংলাদেশ শিবিরে যোগ দিলেন বাংলাদৈেশের অন্যতম তারকা ক্রিকেটারক লিটন দাস। সুপার ফোরের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ শিবিরে লিটন দাসের যোগ দেওয়া যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই দেশের জার্সিতে লিটন গাসের মাঠে নামার অপেক্ষায় সকলে। শেষম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে আত্মবিশ্বাস এখন তুঙ্গে বাংলাদেশ শিবিরে। সেখানেই লিটনের প্রত্যাবর্তন তাদের মনোবল আরও মজবুত করবে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ শিবিরে ছিল একেরপর এঅক চোট আঘাতের ধাক্কা। তামিম ইকবাল সহ লিটন দাসের মতো ক্রিকেটাররা ছিটকে গিয়েছিলেন। সেই থেকেই বাংলাদেশ শিবিরে অস্বস্তির আবহ তৈরি হয়েছিল। এবারের এশিয়া কাপের মঞ্চে নামার আগেই বাংলাদেশ শিবির থেকে চিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। এরপর শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করার আগেই ফের অসুস্থ হয়ে দেশের মাটিতে রয়ে গিয়েছেন তিনি।
অসুস্থতার জন্য প্রথম দুই ম্যাচে ছিলেেন না লিটন দাস
যদিও সেই সময়ই শোনা গিয়েছিল যে লিটন দাস সুপার ফোরের মঞ্চে ফিরতে পারেন । বাংলাদেস শিবিরের প্রধান নির্বাচক এবং কোচের মুখেও সেি একই কথা শোনা গিয়েছিল। অবশেষে সেটাই হয়েছে। সোমবার রাতেই বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন তাদের তারকা ক্রিকেটার লিটন দাস।পাকিস্তানের বিরুদ্ধে এঅমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে লিটনব দাসের উপস্থিতি বাংলাদেশ শিবিরকে অনেকটাই স্বস্তি যোগাবে। শেষপর্যন্ত দেশের জার্সিতে নিজের পারফরম্যান্স তিনি দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার।
বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক মিনহাজিুন আবেদিনের কথাতেই লিটন দাসের এশিয়া কাপের মঞ্চেই বাংলাদেশ শিবিরে ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কয়েকদিন আগে লিটন দাসের এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সংবাদ শোনাগেলেও, তা পুরোপুরি ঠিক নয় বলেই মনে করছিলেন তিনি। তাঁর মতে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। লিটন দাস এশিয়া কাপের মঞ্চে ফিরতে পারবেন না এমনটা তারা কখনোই বলতে চায়নি। বরং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশ যদি সুপার ফোরের মঞ্চে পৌঁছতে পারে, সেখানেই দেখা যেতে পারে লিটন দাসকে। এমন কথা তাঁর মিখ থেকেই শোনা গিয়েছিল।
অবশেষে সেই লিটন দাস যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে। তাঁর দলে যোগ দেএওয়ায়যেবাংলাদেশ শিবির অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখেে না।
The post সুপার ফোরের আগেই বাংলাদেশ শিবিরে যোগ দিলেন লিটন দাস appeared first on CricTracker Bengali.