সেমিফাইনালের চাপের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়

নভে. 13, 2023

Spread the love

Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

১৫ই নভেম্বর, বুধবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্ৰথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সেমিফাইনালের চাপের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। অতীতে আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে নিউজিল্যান্ডের সামনে ভারতকে একাধিকবার সমস্যার মধ্যে পড়তে দেখা গেছে। তাই, এইবার ভালো পরিকল্পনার সাথে মাঠে নামতে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।

রাহুল দ্রাবিড় স্বীকার করেছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতে চলা সেমিফাইনাল ম্যাচ নিয়ে তাদের উপর চাপ রয়েছে। রাউন্ড রবিন পর্বে ভারত অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছে। কিন্তু সেমিফাইনালে হেরে গেলে সেই পারফরম্যান্সের আর কোনো মূল্য থাকবে না। ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এইবার ভারতীয় দল অবশ্যই একই ঘটনার পুনরাবৃত্তি করতে চাইবে না। শেষমেশ আসন্ন ম্যাচটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের পর সম্প্রচারকদের রাহুল দ্রাবিড় বলেন, “আমি যদি বলি যে সেমিফাইনালে কোনো চাপ থাকবে না, তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। ক্রিকেট খেলায় জেতার কোনো নিশ্চয়তা আপনার কাছে থাকে না। আপনি যা করতে পারেন তা হল সর্বোত্তম প্রস্তুতি নেওয়া এবং আমরা সেটা করছি। যখন সবকিছু ভালোভাবে এগোয় তখন তা দেখতে ভালো লাগে। কিন্তু একটি পরাজয় এবং সবাই বলবে যে আপনি কিছুই জানেন না।”

“শ্রেয়স আইয়ার আমাদের মিডল অর্ডারের মেরুদন্ড” – রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের মিডল-অর্ডারের ব্যাটার শ্রেয়স আইয়ারের প্রশংসা করেছেন। শেষ কয়েকটি ম্যাচে তিনি দারুণ ছন্দের সাথে ব্যাটিং করেছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি একটি দুর্ধর্ষ শতরান করেছিলেন। এই ম্যাচটিতে তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। ভারতীয় দলের প্রধান কোচ বলেছেন যে শ্রেয়স হলেন ভারতের মিডল অর্ডারের মেরুদণ্ড।

রাহুল দ্রাবিড় বলেন, “শ্রেয়স আইয়ার আমাদের মিডল অর্ডারের মেরুদন্ড এবং আমরা সবাই জানি যে গত ১০ বছরে আমাদের পক্ষে ৪ নম্বরের জন্য ভালো ব্যাটার খুঁজে পাওয়া কতটা কঠিন হয়ে গিয়েছিল। এই নয়টি খেলায় আমরা যেভাবে খেলেছি তাতে আমরা খুব খুশি। আমরা প্রথম খেলা থেকে শুরু করে এখনও পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পেরেছি।”

The post সেমিফাইনালের চাপের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador