Tamim Iqbal. (Photo by Kai Schwoerer/Getty Images)
গত মঙ্গলবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলেউ নেই বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। এমন বিরাট সিদ্ধান্ত যে সকলকে হতবাক করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে নানান প্রশ্নও উঠতে শুরু করেছিল। যদিও সেই গুঞ্জন বেশীক্ষণ চলতে দেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার পরই কার্যত নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে তাঁর সুযোগ না পাওয়ার পিছনে যে ফিটনেসের কথা বলা হয়েছে, সেই দাবীও কার্যত নস্যত করলেন তামিম ইকবাল।
বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার পিছনে যে যড়ষন্ত্র রয়েছে, তেমনই ইঙ্গিত পাওয়া গেল তকামিম ইকবালের কথা থেকে। আর তাতেই কার্যত বাংলাদেশ ক্রিকেট এখন তোলপাড়। বাংলাদেশের সংবাদমাধ্যমের পাশাপাশি এক বোর্ড কর্তার দিকেও এবার অভিযোগের আঙুল তুললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তিনি শুধুমাত্র পাঁচটি ম্যাচ খেলতে পারবেন কিংবা একেবারে ফিট নন, অএমন যে ধরণের কথা তাঁরক সম্বন্ধে বলা হচ্ছে তা একেবারেইউ মিথ্যে বলে জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল।
চোট সারিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই ফিরেছিলেন তামিম ইকবাল
এরপরই ফিজিও রিপোর্টে যে কথা বলা হয়েছিল সেটাই ফেসবুক পেজ থেকে লাইভে জানালেন তামিম ইকবাল। তিনি জানিয়েেছেন, “ফিজিও রিপোর্টে যেটা ছিল সেখানে বলা হয়েছিল আমার কন্ডিশন সম্বন্ধে। প্রথম ম্যাচের পর কোথায় ব্যথা অনুভব করেছে, দ্বিতীয় ম্যাচের পর কোথায় ব্যথা অনুভব করেছে। তিনি আজকের দিনের হিসাবে ২৬ তারিখ ম্যাচে খেলার জন্য একেবারে প্রস্তুত রয়েছেন। কিন্তু মেডিক্যাল ডিপার্টমেন্ট মনে করে যে যদি আমি বিশ্রাম নেই এবং বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে নামি, তবে আমি অনেকটাই সময় পাব এবং সেই সময় ২ সপ্তাহ রিহ্যাবও হয়ে যাবে। সব মিলিয়ে ১০ সপ্তাহ রিহ্যাব হয়ে যাবে। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য একেবারে সঠিক জায়গায় থাকবেন। এটাই ছিল সেই রিপোর্ট। কোথাওই বলা হয়নি যে পাঁচ ম্যাচ, দুই ম্যাচ কিংবা চোটের জন্য খেলতে পারব না”।
তামিম ইকবালের এমন কথা শোনার পর যে ক্রিকেট মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তামিম ইকবালের দলে সুযোগ না পাওয়ার পিছনে ফিটনেসের কথাই বলা হয়েছিল। কিন্তু সেই কথা যে সম্পূর্ণ মিথ্যা, তা দল নির্বাচনের পরের দিনই জানিয়ে দিয়েছেন খোদ তামিম ইকবাল। আর তাতেই বাংলাদেশ ক্রিকেটের অন্দরের কার্যত শোরগোল পড়ে গিয়েছে।
একইসঙ্গে নাম না করে বিসিবির এক শীর্ষ কর্তার দিকেও আঙুল তুলেছেন তিনি। তাঁকে নাকি সেই বোর্ড কর্তার তরফ ওপেনিংযের পরিবর্তে বেশ খানিকটা নীচের দিকেই ব্যাটিং করতে বলা হয়েছিল। একইসঙ্গে তামিম ইকবালকে বিশ্বকাপের প্রথম ম্যাচে না খেলার কথাও বলেছিলেন সেই কর্তা। তাঁর বিরুদ্ধে যে একটা নোংরা খেলা চলছে সেই কথাও বলতে দ্বিধা করেননি তামিম ইকবাল।
The post সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় বাদ পড়ার রহস্য ফাঁস করলেন তামিম ইকবাল appeared first on CricTracker Bengali.