Harmanpreet Kaur. (Photo Source: Twitter)
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে হরমনপ্রীত কৌরের খারাপ আচর নিয়ে এবার সরব বিসিসিআইও। কয়েকদিনের মধ্যেই এই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে বৈঠকেবসেতে চলেছেন বিসিসিই সভাপতি রজার বিনি ও এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। কয়েকদিন আগেই এমন আচরণের জন্য আইসিসির তরফে কঠিন শাস্তি পেয়েছেন হরমনপ্রীত কৌর। তাঁকে দুই ম্যাচ নির্বাসিত করার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। এবার হরমনপ্রীত কৌরের সঙ্গে বৈঠকে বসবেন রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণ।
কয়েকদিন আগে এই কথা বিসিসিআই সচিব নিজেই জানিয়েছেন। কারণ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সঙ্গে শেষ ম্যাচ চলাকালীনই খারাপ আচরণ করেছিলেন হরমনপ্রীত কৌর। শুধু তাই নয় আম্পায়ারিং নিয়েও প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারতীয় দলের মহিলা অধিনায়ক। এরপরই তাঁকেদুই ম্যাচ নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। এবার হরমনপ্রীত কৌর মুখোমুখি হতে চলেছেন রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণের। তিনি কেন এমন ব্যবহার করেছেন তা নিয়েই ননান প্রশ্ন হয়ত করকবেন ভিভিএস লক্ষ্মণ ও বোর্ড সভাপতি রজার বিনি।
খারাপ আচরণের জন্য দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন হরমনপ্রীত কৌর
বাংলাদেশ মহিলা ক্রিকেটর দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে টি টোয়েন্টি সিরিজ ডিতলেও শেষপর্যন্ত ওডিআই সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। শেষ ম্যাচ টাই হয়েছিল বাংলাদেশের সঙ্গে। আর সেই ম্যাচেই যত সমস্যা দেখা গিয়েছিল।
সেই ম্যাচে নিজের আউটহওয়ার পরই মাঠে খারাপ আচরণ করেছিলেন হরনপ্রীত কৌর। মেজাজ হারিয়ে উইকেটে ব্যাট দিয়ে ধাক্কা মেরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলে হরমনপ্রীত কৌর। সময় যত এগিয়েছিল ততই পরিস্থিতি জটিল হতে শুরু করেছিল। ম্যাচ শেষ হওয়ার পর তো পুরষ্কার বিতরণী মঞ্চেই সরাসরি আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেচিলেন হরমনপ্রীত কৌর। এমন কী মন্যাচ শেষে ফটোসেশনের সময়ও বাংলাদেশ মহিলা ক্রিকেটের উদ্দেশ্যে নানান কটুক্তি করেছিলেন হরমনপ্রীত কৌর। যার ফলে ফটোসেশনেরপ স,ময়ই মাঠ থেড়ে বেড়িয়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
এরপর থেকেই হরমনপ্রীত কৌরকে নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সকলে।কয়েকদিন আগেই হরমনপ্রীত কৌরকে নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল মিতালী রাজের গলাতে। এই দুই ম্যাচ নির্বাসিত হওয়ার ফলে এশিয়ান গেমসের প্রথ দুটো ম্যাচেই নামতে পারবেন না ভারতীয় মহিলা দলের এই তারকা ক্রিকেটার। তাঁরক জায়গায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতৃত্বের দয়িত্ব সামলাতে চলেছেন স্মৃতি মন্ধনা। তার আগেই হরমনপ্রীত কৌরের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বোর্ড কর্তারা।
The post হরমনপ্রীত কৌরের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণ appeared first on CricTracker Bengali.