Virat Kohli & Shubman Gill. ( Photo Source: BCCI/Instagram )
ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে ভারতীয় দল। সেই লক্ষ্যে শুক্রবার থেকেই লখনউতে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। চোটের জন্য এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন হার্দিক পান্ডিয়া। পরের শ্রীলঙ্কা ম্যাচেও নেই তিনি। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের ব্যাটাররাও এবার বল হাতে নেটে। হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটারের অভাব পূরণ করাটা যে বেশ সমস্যার তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে অপরাজিত রয়েছে ভারতীয় দল। এবার রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের এবারের সেমিফাইনালে থাকার সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে এই ধরণের দল গুলোই যে ভয়ঙ্কর হয়ে ওটে তা বুঝতে বাকি নেই ভারতীয় শিবিরের। সেই মতোই একটু বেশী সাবধানীও রয়েছে রাহুল দ্রাবিড়ের দল। সেই কারণেই হার্দিক পান্ডিয়ার অভাব পূরণ করার জন্য এবার ব্যাটাররাও বোলিং প্রস্তুতি সারছেন নেটে।
চোট পাওয়ার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলে নেই হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া না থাকায় তাঁর পরিবর্তে এবার ভারতীয় দলে এসেছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডেক বিরুদ্ধেও দলে খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে এই দলে আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। সেই কথা মাথায় রেখেই চলছে নানান হিসাব নিকাশ। এই কারণেই এবার ভারতীয় দলের বোলারদেরও নেটে বল হাতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে যেকোনো ক্রিকেটারকেই ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দেখা যেতে পারে। ব্রিটিশ বাহিনীকে হারানোর জন্য এই মুহূর্তে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
এবারের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং, সব জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই পারফরম্যান্সটাই ইংল্যান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে তারা। সেইসহ্গে বিরাট কোহলি, রোহিত শর্মার ফর্মে থাকাটাও ভারতীয় শিবিরকে খানিকটা স্বস্তি যোগাচ্ছে।
অন্যদিকে এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন খেললে ভারতের অল রাউন্ডার নিয়ে একটা চিন্তাও কাটবে। তবুও প্রত্যেকেই তৈরি থাকছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটাররাও বল হাতে প্রস্তুতি সারছেন appeared first on CricTracker Bengali.










