২০২৩ সালে ক্রিকেটের স্মরণীয় মুহুর্তগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

ডিসে. 10, 2023

Spread the love

West Indies cricket team and Virat Kohli. (Photo Source: Alex Davidson-ICC, Mandar Deodhar/ The India Today Group via Getty Images)

প্রতি বছরই ক্রিকেট জগতে এমনকিছু ঘটনা ঘটে যা চিরকাল মানুষের মনে থেকে যায়। ২০২৩ সালেও ক্রিকেটের মঞ্চে আমরা বেশকিছু সুন্দর মুহূর্ত উপভোগ করেছি।

ক্রিকেট খেলার সাথে অনেক মানুষেরই অনেক আবেগ জড়িয়ে রয়েছে। ক্রিকেটের মঞ্চে আজ পর্যন্ত এমন অনেক ঘটনাই ঘটেছে যা আমাদের মন ছুঁয়ে গেছে। এইবার ২০২৩ সালে ক্রিকেটের স্মরণীয় মুহুর্তগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. ওয়েস্ট ইন্ডিজ বিহীন ওডিআই বিশ্বকাপ

West Indies Out From WC. ( Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩- খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে তারা ট্রফি জিতেছিল। এরপর, ওডিআই বিশ্বকাপের মঞ্চে আর একটিও শিরোপা জিততে না পারলেও অনেকবারই অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু, এইবারই প্ৰথম এরকম ঘটনা ঘটল যে তারা ওডিআই বিশ্বকাপের মূল পর্বে খেলা থেকে বঞ্চিত হল। শাই হোপের নেতৃত্বাধীন দল ওডিআই বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছিল। ক্রিকেট জগৎ এই ঘটনাটি দেখে অবাক হয়ে গিয়েছিল। এমনকি তারা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এও খেলতে পারবে না। এই টুর্নামেন্টে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর পয়েন্ট তালিকায় থাকা প্ৰথম ৮টি দল অংশগ্রহণ করবে।

২. বিরাট কোহলির ৫০তম ওডিআই শতরান

Virat Kohli. ( Photo Source: Robert Cianflone/Getty Images )

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে প্ৰথম ক্রিকেটার হিসেবে ৫০টি ওডিআই শতরান সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাইলফলকটি স্পর্শ করেছিলেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার। এই ম্যাচটিতে তিনি ১১৩ বলে ১১৭ রান করতে সক্ষম হয়েছিলেন। এর আগে সবথেকে বেশি ওডিআই শতরান করার রেকর্ড সচিন তেন্ডুলকরের নামে ছিল। এই ফরম্যাটে তিনি ৪৯টি শতরান করতে সক্ষম হয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং সচিন মাঠে উপস্থিত ছিলেন। বিরাট সচিনের সামনেই তার রেকর্ড ভাঙেন এবং তারপর মাথা নত করে তাকে সম্মানও জানান। এই দৃশ্যটি যে চিরকাল ক্রিকেট প্রেমীদের মনে থেকে যাবে সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই।

৩. উগান্ডার টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলার যোগ্যতা অর্জন

Uganda Cricket Team. (Photo Source: Twitter)

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল উগান্ডা। উল্লেখযোগ্যভাবে, উগান্ডার সিনিয়র দলের জন্য এটি প্ৰথম আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে। বাছাইপর্বে ৭টি দেশ অংশগ্রহণ করেছিল। শেষমেশ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছিল উগান্ডা। প্ৰথম স্থান অধিকার করেছিল নামিবিয়া। উগান্ডার টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলার যোগ্যতা অর্জনের ঘটনাটি ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

৪. ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার সবথেকে বেশি শতরানের রেকর্ড

Rohit Sharma. ( Photo Source: BCCI/Twitter )

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ একটি বিশেষ রেকর্ডে নিজের নাম লিখিয়েছিলেন রোহিত শর্মা। এই টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ৮৪ বলে ১৩১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ওডিআই বিশ্বকাপের মঞ্চে এটি ছিল তার সপ্তম শতরান। ওডিআই বিশ্বকাপে এর থেকে বেশি শতরান আর কোনো ক্রিকেটারের নেই। উল্লেখযোগ্যভাবে, রোহিতের আগে এই রেকর্ড সচিন তেন্ডুলকরের নামে ছিল। ওডিআই বিশ্বকাপের মঞ্চে তিনি ৬টি শতরান করতে সক্ষম হয়েছিলেন।

The post ২০২৩ সালে ক্রিকেটের স্মরণীয় মুহুর্তগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador