কেরিয়ারের ১১তম আইপিএল ফাইনালের আগে এমএস ধোনির দখলে থাকা কিছু চমকপ্রদ রেকর্ড

মে 27, 2023

Spread the love

MS Dhoni. (Image Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ শেষ হতে আর মাত্র এক দিন বাকী। টুর্নামেন্টের ফাইনালে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও গুজরাত টাইটান্স মুখোমুখি হবে ২৮শে মে, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এমএস ধোনির নেতৃত্বে চেন্নাই তাদের দশম আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছে। সিএসকের সাফল্যে নিঃসন্দেহে কিংবদন্তী অধিনায়ক বছরের পর বছর ধরে একটি বড় ভূমিকা রেখেছেন।

আইপিএল ২০০৮ নিলামে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন ধোনি। তাঁর জন্য $১.৫ মিলিয়ন খরচ করেছিল সিএসকে। তখন থেকেই চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ ধোনি। ফ্র্যাঞ্চাইজিকে তিনি চারটি আইপিএল শিরোপা জিতিয়েছেন।

টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন এমএস ধোনি। ৪১ বছর বয়সী ক্রিকেটার তাঁর দীর্ঘ ১৬ বছরের আইপিএল কেরিয়ারে অসংখ্য রেকর্ডও নিজের নামে করেছেন। আইপিএলের ফাইনালে সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলে। চেন্নাইয়ের হয়ে এই নিয়ে দশবার ফাইনালে পৌঁছলেও, রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল ২০১৭-তে একবার ফাইনাল খেলেছিলেন, যে সময়ে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নির্বাসিত ছিল।

১৮০ রান করে ধোনি আইপিএল ফাইনালের পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার। এ ছাড়া তিনি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন। ব্যাট হাতে তাঁর দক্ষতা ছাড়াও, স্টাম্পের পিছনেও ধোনি অদ্বিতীয়। আইপিএল ফাইনালে একজন উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশী ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর।

দেখে নেওয়া যাক আইপিএল ফাইনালে এমএস ধোনির বিভিন্ন রেকর্ড

আইপিএল ফাইনালে সর্বাধিক উপস্থিতি:

১১ – এমএস ধোনি

৮ – সুরেশ রায়না

৮ – রবীন্দ্র জাডেজা

৮ – আম্বাতি রায়ডু

আইপিএল ফাইনালে সর্বাধিক রান:

২৪৯ – সুরেশ রায়না

২৩৬ – শেন ওয়াটসন

১৮৩ – রোহিত শর্মা

১৮১ – মুরলী বিজয়

১৮০ – এমএস ধোনি

আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান:

১৭০ – এমএস ধোনি

১৫৯ – রোহিত শর্মা

৬৯ – ডেভিড ওয়ার্নার

৬৫ – শ্রেয়াস আইয়ার

৫৪ – বিরাট কোহলি

আইপিএল ফাইনালে উইকেটকিপার হিসেবে সর্বাধিক ক্যাচ:

৬ – এমএস ধোনি

৪ – কুইন্টন ডি কক

২ – কামরান আকমাল

২ – দীনেশ কার্তিক

আইপিএল ফাইনালে সিএসকের হয়ে সবচেয়ে বেশী রান:

২৪৯ – সুরেশ রায়না

১৯৭ – শেন ওয়াটসন

১৮১ – মুরলী বিজয়

১৭০ – এমএস ধোনি

সবচেয়ে বেশী আইপিএল ফাইনাল খেলা অধিনায়ক:

১০ – এমএস ধোনি

৫ – রোহিত শর্মা

২ – গৌতম গম্ভীর

২ – হার্দিক পান্ডিয়া

The post কেরিয়ারের ১১তম আইপিএল ফাইনালের আগে এমএস ধোনির দখলে থাকা কিছু চমকপ্রদ রেকর্ড appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador