ওডিআই ফর্ম্যাটের বাইশগজে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বৈরথের পরিসংখ্যান

সেপ্টে. 16, 2023

No tags for this post.
Spread the love

INDIA vs SRILANKA. ( Photo Source: ISHARA S.KODIKARA/AFP via Getty Images )

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালের মঞ্চে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যাম্স দেখিয়ে ফাইনালে পৌঁছেছে শ্রীলঙ্কা।  অন্যদিকে এবারের এশিয়া কাপে ভারতীয় দলও রয়েছে অসাধারণ ফর্মে। বিশেষ করে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ রয়েছে দুরন্ত ফর্মে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও যে ভারতীয় দল সেই পারফরম্যান্সই ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত  দাসুন শনাকা নাকি রোহিত শর্মার কার মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

সুপার ফোরের মঞ্চেশ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল জিততে পারলেও, শ্রীলঙ্কার স্পিন আক্রমণ কিন্তু ভারতীয় ব্যাটিং লাইনআপকে বেশ সমস্যায় ফেলেছিল। রোহিত শর্মাকে বাদ দিলে সেই ম্যাচেভারতীয়দলের কোমনও ব্যাটারইব বড় রানের ইনিংস খেলতে পারেনি। শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে একাই কার্যত ধসিয়ে দিয়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে। এশিয়া কাপের ফাইনালের মঞ্চেও যে তিনিই শ্রীলঙ্কার অন্যতম প্রকদান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেএই প্রেমদাসা স্টেডিয়ামেই হতে চলেছে খেলা।

ওডিআই ফর্ম্যাটের পরিসংখ্যানের দিকে যদি তাকানো  যায়, তবে  ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। অন্তত শেষ পাঁচ  সাক্ষাতের দিকে তাকালে তো একেবারেই তেমনটা মনে হয়।  শেষ পাঁচ ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত একটি ম্যাচ ছাড়া কোনও ম্যাচেই ভারতের বিরুদ্ধে জিততে পারেনি শ্রীলঙ্কা  শেষবার এশিয়া কাপের মঞ্চেই একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। সেখানেও ভারতের কাছে ৪১ রানে হেরে গিয়েছিল  শ্রীলঙ্কা। ঘরের মাঠেই ভারতের কাছে সেই ম্যাচে হেরেছিল তারা।

শেষ পাঁচ ম্যাচে ভারত বনাম শ্রীলঙ্কা

১২ সেপ্টেম্বর, ২০২৩ – ভারতের কাছে ৪১ রানে হার শ্রীলঙ্কার

১২জানুয়ারী, ২০২৩- ভারতের কাছে ৪ উইকেটে হার শ্রীলঙ্কার

১০ জানুয়ারী, ২০২৩- ভারতের কাছে ৬৭ রানে হার শ্রীলঙ্কার

২১ জুলাই, ২০২১ – ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

১৮ জুলাই, ২০২১ – ভারতের কাছে ৭ উইকেটে হার শ্রীলঙ্কার

এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে সমস্ত পরিসংখ্যান মিলিয়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এমনকী তাদের ঘরের মাঠ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই হেড টু হেড পরিসংখ্যান

ম্যাচ – ১৬৬

ভারত জয়ী- ৯৭

শ্রীলঙ্কা জয়ী – ৫৭

ড্র – ১

ফলাফল হয়নি – ১১

প্রেমদাসা স্টেডিয়ামে ওডিআই ফর্ম্যাটে ভারত বনাম শ্রীলঙ্কা

ম্যাচ – ৩৭

ভারত জয়ী – ১৮

শ্রীলঙ্কা জয়ী – ১৬

ফলাফল হয়নি – ৩

ভারতের সর্বোচ্চ রান – ৩৭৫

শ্রীলঙ্কার সর্বোচ্চ রান – ৩২০

ভারতের সর্ব নিম্ন স্কোর – ১০৩

শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর- ১৭২

The post ওডিআই ফর্ম্যাটের বাইশগজে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বৈরথের পরিসংখ্যান appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8