বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকাঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

অক্টো. 11, 2023

No tags for this post.
Spread the love

Australia and South Africa. (Photo Source: Robert Cianflone/Pankaj Nangia/Gallo Images/Getty Images)

বুধবার বিশ্বকাপের ম়ঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করতে হয়েছে অজি বাহিনীকে। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচ থেকে যে ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দক্ষিণ আফ্রিকাও যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তাও বেশ স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া জয়ে ফিরতে পারেন কিনা তা তো সময়ই বলবে।

গত ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটাররা একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। সেই দিকেই যে এই ম্যাচে নামার আগে বিশেষ নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে বোলিংয়েও কোনওরকম ভুল করতে নারাজ অস্ট্রেলিয়া। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছিলেন। প্রথম দল হিসাবে বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকারই তিনজন ক্রিকেটার এক ইনিংসে সেঞ্চুরী করেছিলেন। এই ম্যাচেও যে কুইন্টন ডিকক, এডেন মার্করামরা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই পারফরম্যান্সই যে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস , মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জশ হেজেলউড, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক

দক্ষিণ আফ্রিকাঃ ফান ডার ডুসেন, টেম্বা বাভুমা, ডেভিড মিলার, এডেন মার্করাম, মার্কো য়্যানসেন, কুইন্টন ডিকক, হেনরিখ ক্লাসেন, লিঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ

পিচ রিপোর্ট

এবারের বিশ্বকাপে লখনউয়ে প্রথমবার ম্যাচ হতে চলেছে। মনে করা হচ্ছে যে এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং উভয় জায়গাতেই নাকি সমান সুবিধা পেতে চলেছে। শেষ পাঁচ ম্যাচে এই মাঠে প্রথম ইনিংসের গড় রান হতে দেখা গিয়েছে ২২৮ রান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নারঃ এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে অর্ধশতরান হাতছাড়া হয়েছে ঠিকই। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকাই দ্বিতীয় দল যাদের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের ১০০০ রান রয়েছে এই ফর্ম্যাটে। শেষ পাঁচ ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান ও সেঞ্চুরী রয়েছে তাঁর।

কুউন্টন ডিককঃ এবারের বিশ্বকাপে শুরুটা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন কুইন্টন ডিকক। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরী দিয়ে যাত্রা শুরু করেছেন এই তারকা ক্রিকেটার। সেই ম্যাচে কেরিয়ারের ১৮তম সেঞ্চুরী করেছিলেন তিনি।

এডেন মার্করামঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন এডেন মার্করাম। সেই ম্যাচে কম বলে খেলেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি্। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই পারফরম্যান্সই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ৫৪ বল খেলে ১০৬ রান করেছিলেন এডেন মার্করাম।

অলরাউন্ডার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেভাবে নিজের পারফরম্যান্স ভালভাবে দেখাতে না পারলেও ভারতের মাটিতে বরাবরই সফল হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই ম্যাচেও সেই পারফরম্যান্সের ধারা তিনি ধরে রাখতে পারবেন বলে মনে করছেন সকলে।

বোলার

জশ হেজেলউডঃ শেষ পাঁচটি ওডিআই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন দশ হেজেলউড। সেখানেই হেজেলউডের ঝুলিতে রয়েছে ৮টি উইকেট। সেটাই আত্মবিশ্বাস যোগাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ফ্যান্টাসি ক্রিকেটে প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

কুইন্টন ডিকক, হেনরিখ ক্লাসেন, ফান ডার ডুসেন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, এডেন মার্করাম, মার্কো য়্যানসেন, জেরাল্ড কোয়েতজে, জশ হেজেলউড, মিচেল স্টার্ক

The post বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকাঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8