বিশ্বকাপ ২০২৩, ইংল্যান্ড বনাম আফগানিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

অক্টো. 14, 2023

No tags for this post.
Spread the love

England vs Afganistan. ( Image Source: getty images )

প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করলেও, গত ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সেই জয় যে ব্রিটিশ বাহিনীর আত্মবিশ্বাস এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। ধারেভারে আফগানিস্তানের থেকে যে ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত আফগানিস্তান এই বিশ্বকাপে একটিও ম্যাচে জিততে পারেনি। এই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে।

প্রথম ম্যাচে জিততে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিল ইংল্যান্ড। সেখানে ডেভিড মালানের ব্যাট থেকে দেখা গিয়েছিল সেঞ্চুরীর ঝলক। এছাড়া পরপর দুটো ম্যাচেই জো রুটের ব্যাট থেকে এসেছে বড় রানের ঝলক। এই পারফরম্যান্স যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ইংল্যান্ডের রিস টপলে, ক্রিস ওকসরা রয়েছেন ভার ফর্মে। অন্যদিকে আফগানিস্তান এবার ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই ব্যর্থ হয়েছেন।

গত ম্যাচে ভারতের কাছে চূড়ান্ত নাকাল হতে হয়েছিল আফগান শিবিরকে। রশিদ খানের মতো তারকা বোলারও এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডঃ জো রুট, ডেভিড মালান, হ্যারি ব্রুক, স্যাম কারান, মোঈন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিন রশিদ, মার্ক উড।

আফগানিস্তানঃ হশমতউল্লাহ শাহিদি, ইব্রাহিম জারদান, আর শাহ, নাজিবুল্লাহ জারদান, মহম্মদ নবি, আদমতউল্লাহ ওমরজাই, রহমনুল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, রশিদ খান, ফজলহক ফারুকি, নহবীন উল হক

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বছাই

ব্যাটার

ডেভিড মালানঃ গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্, ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভিড মালান। সেখানে কার্যত একাই শেষ করে দিয়েছিলেন প্রতিরক্ষকে। ১০৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন ডেভিড মালান। ফ্যান্টাসি দলে অধিনায়ক হতে পারেন তিনি।

জো রুটঃ এবারের বিশ্বকাপের আগে সেভাবে ভাল ফর্মে ছিলেন না জো রুট। কিন্তু বিশ্বকাপের মঞ্চে আসার পর থেকেই সেরা পারফরম্যান্স দেখিয়েছেন জো রুট। দুই ম্যাচ খেলেই ইংল্যান্ডের হয়ে ১৫৯ রান করে ফেলেছেন তিনি।

বোলার

রিস টপলেঃ এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন রিস টপলে। সেখানেই বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ফ্যান্টাসি দলে বোলার হিসাবে তাঁকে রাখা যেতেই পারে।

রশিদ খানঃ আফগানিস্তান শিবির থেকে এখনও পর্যন্ত একমাত্র ুইকেট নেওয়ার সবচেয়ে বড় অপশন হলেন রশিদ খান। এবারের চলতি বিশ্বকাপের মঞ্চে তিনি মাত্র দুটো উইকেট নিতে পেরেছেন। সেখানেই রান দিয়েছেন ২৫ রান।

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

জনি বেয়ারস্টো, জস বাটলার, জো রুট ( সহ অধিনায়ক ), ডেভিড মালান ( অধিনায়ক ), হসমতউল্লাহ শাহিদি, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, ক্রিস ওকস, রিস টপলে, রশিদ খান

The post বিশ্বকাপ ২০২৩, ইংল্যান্ড বনাম আফগানিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8