বিশ্বকাপ ২০২৩, নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও হেড টু হেড

অক্টো. 12, 2023

Spread the love

New zealand vs Bangladesh. ( Photo Source: Alex Davidson-ICC, ARUN SANKAR/AFP via Getty Images )

এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে নিউ জিল্যান্ড। পরপর দুই ম্যাচ জিতে এবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে নিউ জিল্যান্ড। ধারেভারে বাংলাজদেশের থেকে এগিয়ে থেকেই যে নিউ জিল্যান্ড নামছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। পরিসংখ্যানেক দিক থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশ যে  এই ম্যাচে নামার আগে সেই কথা মাথায় রাখতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ব্যাটিং থেকে বোলিং দুই জয়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সাকিব অল হাসানরা।

এবারের বিশ্বকাপের আগে নিউ জল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল বাংলাদেশ। সেই সিরিজ ২-০-এ হেরেছিল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতেই পারেনি বাংলাদেশ বাহিনী। এবার বিশ্বকাপের মঞ্চে সেই প্রতিশোধ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। বিশেষ করে শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশের ওপর যে চাপ খৈানিকটা হলেও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়তে পারে কিনা সেটাই দেখার।

বাংলাদেশের বিরুদ্ধে সেই টি টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন টম ল্যাথাম। আবার শোনাযাচ্ছে বিশ্বকাপের মঞ্চে এই বাংলাদেশের বিরুদ্ধেই নাকি নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে চলেছেন কেন উইলিয়ামসন। চোট সারিয়ে তাঁর ফেরাটা যে কিুই ব্রিগেডের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র । গত ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন উইল ইয়ং। ডেভন কনওয়েও ছন্দে রয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ড শিবির।

পিচ কন্ডিশন

চিপকের পিচ বরাবরই খানিকটা লো বাউন্স এবং সেখানে স্পিনাররা অন্যান্য বোলারদের থেকে খানিকটা বলেও বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এই মাঠেই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের স্পিনাররাই দাপট দেখাতে পেরেছিলেন। এই পিচ অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের মুখে হাসি ফোটাতে পারে। কারণ বাংলাদেশ শিবিরে বেশ কয়েকজন স্পিনার রয়েছেন। একইসঙ্গে এই পিচে বাংলাদেশের বিরুদ্ধে স্পিন আক্রমণ কাজে লাগানোর নিউ জিল্যান্ড ঈশ সোধি এবং টম ল্যাথামকে কাজে লাগাতে পারেন।

নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ সম্ভাব্য প্রথম একাদশ

নিউ জিল্যান্ডঃ ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ঈশ সোধি, ট্রেন্ট বোল্ট

বাংলাদেশঃ লিটন দাস, মেহিদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব অল হাসান, মুশফিকুর রহিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, নাসুম আহমেদ,  তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহনান

নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ হেড টু হেড

ম্যাচ – ৪১

নিউ জিল্যান্ড – ৩০

বাংলাদেশ – ১০

ফলাফল হয়নি – ১

সম্প্রচার বিবরণী

ম্যাচ – নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ

সময় – দুপুর ২ টো

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

The post বিশ্বকাপ ২০২৩, নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও হেড টু হেড appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador