বিশ্বকাপ ২০২৩, দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও সম্ভাব্য একাদশ

অক্টো. 26, 2023

No tags for this post.
Spread the love

Pakistan vs South Africa. (Photo Source: Matthew Lewis-ICC, Pankaj Nangia/Gallo Images/Getty Images)

বিশ্বকাপের মঞ্চে শুরুটা ভালভাবে করলেও শেষরক্ষা করতে পারেনি পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জিততে পারলেও শেষ তিনটি ম্যাচেই হেরে মাঠ ছাড়তে হয়েছে পাক বাহিনীকে। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে পাকিস্তান। ধারেভারে অবশ্য এই ম্যাচে পাকিস্তানের থেকে এগিয়ে নামছেই দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়া শিবির। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে জিততে পারলেই ভারতের পাশাপাশি সেমিপাইনালের রাস্তা দক্ষিণ আফ্রিকাও পাকাপাকি করে ফেলতে পারবে।

শেষ ম্যাচে আফগানিস্তানবের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে উঠে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। এই মুহূর্তে অবস্য পাকিস্তান সিবিরের সমালোচনায় সরব হয়েছেন সকলে। সেমিফাইনালের রাস্তা খোলা রাখতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছাড়া কোনও উপায় নেই পাকিস্তানের। কিন্তু সেই পথটা যে খুব একটা মসৃণ হবে না তা বলাই বাহুল্য। কারণ এই মুহূর্তে বিশ্বকাপের ম়্চে বিধ্বংসী ফর্মে রয়েছে দক্ষিণঁ আফ্রিকা। বিশেষ করে শেষ ম্যাচে যে পারফরম্যান্স তারা দেখিয়েছে, তা পাকিস্তানকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট।

গত ম্যাচেই বাংলাদেশের বিরু্ধে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন কুইন্টন ডিকক। সেইসঙ্গেই শেষ মুহূর্তে হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী পারফরম্যান্স পাকিস্তানের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে পাকিস্তান আটকাতে পারে কিনা তা তো সময়ই বলবে। ,সেই ম্যাচেরই ফ্যান্টাসি ক্রিকেটের দল কেমন হওয়া উচিত্ সেটাই দেখে নেওয়া যাক।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

কুইন্টন ডিককঃ এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের মঞ্চে বিধ্বংসী ফর্মে রয়েছেন কুইন্টন ডিকক। শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এচাড়া বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের মালিকও তিনি। ৪০৭ রান করেছেন কুইন্টন ডিকক। অধিনায়কের জন্য সেরা বাছাই তিনি।

হেনরিখ ক্লাসেনঃ এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ স্ট্রাইকরেট রয়েছে হেনরিখ ক্লাসেনের। ১৫০.৭৮ স্ট্রাইকরেট রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। বাংলাদেশের বিরুদ্ধেও বিধ্বংসী সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন হেনরিখ ক্লাসেন।

অল রাউন্ডার

মার্কো য়্যানসেনঃ এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা শিবিরের যুগ্ম সর্বোচ্চ ুইকেট নিয়েছেন মার্কো য়্যানসেন। বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই ১০টি উইকেট নেওয়া হয়ে গিয়েছে এই তারকা ক্রিকেটারের। সেইসঙ্গে ১২৩ রানও রয়েছে তাঁর। মার্কো য়্যানসেনের ইকনমি রেট রয়েছে ৬.৫০ এবং গড় রয়েছে ২৪.৭০।

বোলার

শাদাব খানঃ এই ম্যাচে শাদাব খান  পাকিস্তানের একজন বড়সড় অস্ত্র হয়ে উঠতে পারেন। বিশেষ করে শেষ পাঁচ বছরে দেখা গিয়েছে ১১ থেকে ২৫ ওভারের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। এমনকী শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৩৮ রানও করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

কুইন্টন ডিকক, হেনরিখ ক্লাসেন, মহম্মদ রিজওয়ান ( অধিনায়ক ), ফান ডার ডুসেন, বাবর আজম, আবদুল্লা শাফিক, এডেন মার্করাম ( সহ অধিনায়ক ), মার্কো য়্যানসেন, শাদাব খান, কাগিসো রাবাডা, শাহিন আফ্রিদি

The post বিশ্বকাপ ২০২৩, দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8