IND vs ENG. (Photo Source: Twitter/BCCI)
সেমিফাইনালের রাস্তা কার্য়ত পাকা করেই ফেলেছে ভারতীয় দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারলে সরকারীভাবে প্রথম দল হিসাবে এবারের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। সেই রাস্তা পাকা করতেই এূবার শ্রীলঙ্কা বধের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে অপরাজিত তকমা ধরে রেখেছে ভারত। ছটি ম্যাচের মধ্যে ছটিতেই জয় পেয়েছে তারা। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও যে সেই ধারাই তারা অব্যবত রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।
শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেও ব্রিটিশদের ১০০ রানে হারিয়েছিল ভারতীয় দল। এবারের বিশ্বকাপে ভারতের ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স রয়েছে। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে যেমন রয়েছে রানের ঝলক। তেমনই বিরাট কোহলির ব্যাটেও রয়েছে রান। এছড়া বল হাতও অসাধারণ ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি ও কুলদীপ যাদবরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেও যে এই তারকাদের পারফর্ম্যান্সই ভারতকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
শেষ ম্যাচেও রোহিত শর্মা ৮১ রানের ইনিংস খেলেছিলেন। অন্যদিকে এই মুহূর্তে বিশ্বকাপের লিগ টেবিলে ৭ নম্বর পজিশনে রয়েছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে তারা। কিন্তু সেই পথ পাকা করতে হলে ভারতের বিরুদ্ধে জিততেই হবে তাদের। সেই কাজটা যে খুব একটা সহজ হবে না তা বেশ স্পষ্ট। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই দলই। শেষ জয় কাদের মুখে ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ভারত বনাম শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ
ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ
শ্রীলঙ্কাঃ দ্বিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস,. সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয় ডিসিলভা, মহিস থিকসানা, দিলশন মদুশঙ্কা, কাসুন রজিথা, দুশমন্থ চামিরা
ভারত বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
রোহিত শর্মাঃ এবারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রোহিত শর্মা। ইতিমধ্যে বিশ্বকাপের মঞ্চে ৩৯৮লরান করা হয়ে গিয়েছে তাঁর। এমন পারফরম্যান্স তাঁকে এই মুহূর্তে প্রধান ক্রিকেটার করে তুলেছে। অধিনায়ক হিসাবে এগিয়ে রয়েছেন তিনিই।
বিরাট কোহলিঃ বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের ওপেনিং অর্ডারে বিরাট কোহলিও অসাধারণ ফর্মে রয়েছেন। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ৩৫৪ রান করে ফেলেছেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির হাত ধরেই জয় পেয়েছিল ভারতীয় দল।
অল রাউন্ডার
ধনঞ্জয় ডিসিলভাঃ এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে অস রাউন্ডার হিসাবে নিজের ভূমিকা দক্ষতার সঙ্গেই পালন করেছেন ধনঞ্জয় ডিসিলভা। ব্যাট হাতে ৮৭ রান যেমন করেছেন, তেমনই বল হাতেই ভাল পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি।
বোলার
জসপ্রীত বুমরাহঃ এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৪টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ।
মহম্মদ সামিঃ শেষ দুই ম্যাচে ভারতীয় দলের খেলেছিলেন মহম্মদ সামি। দুই ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। দুই ম্যাচ খেলে ৯ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। এই ফ্যান্টাসি দলেও তিনি সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারেন।
কুলদীপ যাদবঃ কুলদীপ যাদবও এবারের বিশ্বকাপে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর স্পিনের দাপটের সামনে মাথা নত করেছেন তারকা ব্যাটাররা। এখনও পর্যন্ত ১০টি উইকেট তুলে নিয়েছেন তিনি।
ভারত বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ
উইকেট কিপার – কুশল মেন্ডিস ( কুশল মেন্ডিস ), সাদিরা সামাবিক্রমা
ব্যাটার – রোহিত শর্মা ( অধিনায়ক ), বিরাট কোহলি, শুভমন গিল
অল রাউন্ডার – রবীন্দ্র জাদেজা, ধনঞ্জয় ডিসিলভা
বোলার – মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, দিলশন মদুশঙ্কা
The post বিশ্বকাপ ২০২৩, ভারত বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.